1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে নাইজেরিয়ান মাফিয়ার দৌরাত্ম্য

Sanjiv Burman২৯ ডিসেম্বর ২০১৯

ডুইসবুর্গ শহরের ফুলকান স্ট্রিটে জার্মানির সবচেয়ে বড় পতিতালয়৷ নাইজেরিয়া থেকে আসা অনেক নারীকেই দেখা যায় এখানে৷ ইউরোপে সক্রিয় থাকা নাইজেরিয়ার একটি শক্তিশালী মানব পাচারচক্র এর জন্য দায়ী৷

https://p.dw.com/p/3VSLl
Italien Menschenhandel Zwangsprostitution
ছবি: picture-alliance/ROPI

সলিডারিটি উইথ উইম্যান ইন ডিসট্রেস নামের এনজিওর কর্মকর্তা বারবারা ভেলনার জানান, এখানকার মহিলাদের অধিকাংশই নাইজেরিায়ার সুবিধাবঞ্চিত গোষ্ঠীর সদস্য, যারা শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ৷

সুবিধাবঞ্চিত গোষ্ঠীর নারীরা প্রায়ই এ মাফিয়া চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়৷ তাদের ঠিকানা হয় এখানে৷ মাফিয়াদের এ চক্রটি বেশ শক্তিশালী বলেও জানান বারবারা৷

তিনি বলেন, ‘‘সুবিধাবঞ্চিত এ নারীদের বলা হয়  ইউরোপ পৌঁছুতে হলে তোমাদের একটি বিপদসঙ্কুল পথ পাড়ি দিতে হবে৷ এর জন্য বেশ কিছু টাকা প্রয়োজন৷ তবে এটা কোন সমস্যা নয়৷ কেননা, ইউরোপে পৌঁছেই তোমরা ভালো অংকের আয়-রোজগারের পথ পেয়ে যাবে৷''

বাড়ছে পাচারের সংখ্যা

২০১৮ সালে জার্মান পুলিশ পাচার হওয়া এমন ৬৮ জন নারীর সন্ধান পান যারা নাইজেনিয়ান পাচারকারীদের মাধ্যমে এখানে এসেছেন৷  পরিসংখ্যান বলছে, আফ্রিকা থেকে পাচার করা নারীদের বেশিরভাগই নাইজেরিয়ান৷ সংখায় এটি শতকরা ৬১ ভাগ৷

পাচারকারীদের ঠেকাতে তৎপর রয়েছে জার্মান পুলিশ৷ ২০১৭ সালে এক অভিযানে ৪৭ জন পাচারকারীকে আটক করে পুলিশ৷

নাইজেরিয়ান পাচারকারীদের এ দৌরাত্ম্য ঠেকাতে একটি বিশেষ প্রকল্প রয়েছে ইউরোপীয় ইউনিয়নের৷ এ প্রকল্পে যোগ দিয়েছে জার্মানিও৷ নাইজেরিয়ান সরকারের সহযোগিতায় মাফিয়া চক্রকে থামানোই হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য৷

নাইজেরিয়ার নতুন চক্র

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত তিন বছরে নাইজেরিয়া থেকে প্রায় ২০ হাজার নারী ইটালি এসেছেন বলে জানা গেছে৷

আফ্রিকা থেকে ইটালি আসা এমনই এক নারী হেলেন ওকোরো৷ প্রায় ২০ বছর আগে তিনি এসেছেন ইটালিতে৷ হেলেন বর্তমানে দেশটির সিসিলির কাটানিয়া শহরের ক্যাথলিকদের একটি আশ্রয়কেন্দ্রে কাজ করেন৷ 

হেলেন জানান আশ্রয়ের জন্য এখানে অনেক নারী আসেন, কিন্তু কেন্দ্রটিতে যথেষ্ট জায়গা নেই৷ গত কয়েক বছরে হেলেন পাচারকারীদের নিষ্ঠুরতার পরিচয় পেয়ে আসছেন৷

তবে সিসিলিয়ানদের অনেকেই নতুন নতুন পাচারকারীর কথা বলছেন যারা এখানকার পরিবেশের সাথে মিশে গেছে৷ ইটালির সাংবাদিকরা অবশ্য দেশটির সরকারকেও এ অবস্থার জন্য দায়ী করছেন৷

সিসিলির সরকার পক্ষের আইনজীবী লিনা ট্রোভাটো অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন নাইজেরিয়ান পাচারকারীদের বিষয়ে সরকার যথেষ্ট সচেতন রয়েছে৷

ইয়ান-ফিলিপ শোলৎ, আন্ড্রেয়া লুয়েগ/আরআর/এডিকে

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য