1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক কার্যকলাপ কমছে

২৫ জুন ২০১৪

মন্দা কাটিয়ে প্রবৃদ্ধির পথে ফেরার পথে আবারো ধাক্কা খেয়েছে ইউরো এলাকা৷ তাই চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে আবারো নতুন করে ব্যাপক আলোচনা হওয়ার কথা৷

https://p.dw.com/p/1CPIV
ছবি: Getty Images

পর পর দু'মাস ধরে ইউরো এলাকায় ব্যবসায়িক কার্যকলাপ কমে চলেছে৷ এর ফলে সোমবার ইউরোপের পুঁজিবাজার বড় ধাক্কা খেয়েছে৷ মার্কিন ডলারের তুলনায় ইউরোর বিনিময় মূল্যও কিছুটা কমে গেছে৷ ইউরোজোন কম্পোজিট পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই অনুযায়ী, ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত কঠিন৷ এমনকি জার্মানিতেও প্রবৃদ্ধি সামান্য কমার লক্ষণ দেখা যাচ্ছে৷ তবে মঙ্গলবার পুঁজিবাজার ধাক্কা সামলে নিয়ে আবার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে৷

সামান্য হলেও ইউরো এলাকায় প্রবৃদ্ধির আশা যখন দানা বাঁধছিল, ঠিক তখনই অর্থনৈতিক কার্যকলাপ পর পর দুই মাস ধরে কমে চলায় দুশ্চিন্তা বাড়ছে৷ তবে পিএমআই অনুযায়ী ফ্রান্স ও জার্মানি ছাড়া বাকি দেশগুলির সামগ্রিক সূচকের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ অর্থাৎ সংকটগ্রস্ত দেশগুলিও পরিস্থিতি সামলে নিচ্ছে৷

Symbolbild Arbeitslosenquote im Euroraum
চলতি সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনে কর্মসংস্থান নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার কথাছবি: picture-alliance/dpa

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সামাজিক গণতন্ত্রী শিবিরের একটি প্রস্তাব সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ ইউরো এলাকায় বাজেট ঘাটতি সংক্রান্ত কড়া নিয়ম কিছুটা শিথিল করার পক্ষে সওয়াল করছে তারা৷ ইসিবি মনে করে, ইউরোপীয় স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি সংক্রান্ত চুক্তির মধ্যে এমন কোনো পরিবর্তন আনার চেষ্টা করলে আস্থা বড় ধাক্কা খাবে৷ উল্লেখ্য, ইউরো এলাকায় বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা ৩ শতাংশ৷ ২০০৩ সালে ফ্রান্স ও জার্মানি এই নিয়ে লঙ্ঘন করায় ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছিল৷

ইসিবি প্রধান মারিও দ্রাগি বলেছেন, ইউরো এলাকা মন্দা কাটিয়ে প্রবৃদ্ধির পথে ফিরছে বটে, কিন্তু এই প্রক্রিয়ার ভিত্তি এখনো দুর্বল৷ ফলে সুদের হারও দীর্ঘকাল কম থাকতে পারে৷ আপাতত ইসিবি মূল্যস্ফীতির হার স্বাভাবিক স্তরে আনার চেষ্টা করতে ব্যস্ত৷ ব্যাংকিং ক্ষেত্রের সহায়তা করতে এখনই বড় আকারে অ্যাসেট বা সম্পদ কেনার কথা ভাবা হচ্ছে না, বলেন দ্রাগি৷ স্থায়ী স্থিতিশীলতার স্বার্থে ইউরো এলাকায় গভীর কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন৷

EU-Gipfel Brüssel 21.03.2014 Matteo Renzi
ইটালির প্রধানমন্ত্রী মারিও রেনসিছবি: DW/V. Over

মন্দা কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে ইটালির প্রধানমন্ত্রী মারিও রেনসি যে ধরনের পদক্ষেপ নিয়েছেন, সেই পথেই এগোতে চাইছে স্পেন৷ করের ক্ষেত্রে ব্যাপক ছাড়ের এক বিতর্কিত পরিকল্পনা অর্থনৈতিক কার্যকলাপে আরও উৎসাহ জোগাবে বলে মনে করে স্পেনের রক্ষণশীল সরকার৷ সেই সঙ্গে কর্মসংস্থান বাড়লে চরম বেকারত্বও দূর হবে৷ তবে এখনই এই পরিকল্পনা কার্যকর করা হচ্ছে না৷ ইটালির প্রধানমন্ত্রীও ইউরোপের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন৷ চলতি সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনেও প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য