1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লীগে হামবুর্গ থাকল, ভোলফসবুর্গকে যেতে হল

৯ এপ্রিল ২০১০

ফিরতি ম্যাচে স্ট্যান্ডার্ড ল্যুটিশ’কে ৩-১ গোলে হারিয়ে হামবুর্গ সেমিফাইনালে উঠল৷ ভোলফসবুর্গ কিন্তু এফসি ফুলহ্যামের কাছে ০-১ গোলে হেরে ইউরোপা লীগ থেকে বিদায় নিল৷

https://p.dw.com/p/MrIf
ল্যুটিশের বিরুদ্ধে গোল করার পর পেত্রিচের উল্লাসছবি: picture-alliance/ dpa

এ'বছরের ইউরোপা লীগ ফাইনাল অনুষ্ঠিত হবে ঐ হামবুর্গেই, ১২ই মে তারিখে৷ কাজেই নিজেদের মাঠে ফাইনাল খেলার জন্য হামবুর্গকে এবার ফুলহ্যামের মুখোমুখি হতে হবে এ'মাসের ২২ এবং ২৯ তারিখে৷ বৃহস্পতিবার হামবুর্গের জয়ের পিছনে মূল অবদান ছিল ম্লাদেন পেত্রিচ-এর৷ হামবুর্গের হয়ে প্রথম দু'টি গোল সে'ই করে৷ তৃতীয় গোলটি করে পাওলো গেরেরো, যে আবার গত সপ্তাহান্তে স্টেডিয়ামে এক দর্শকের দিকে প্লাস্টিকের জলের বোতল ছোঁড়ার জন্য বুন্ডেসলিগার বাকি সীজন থেকেই বাদ পড়েছে৷ তার ওপরে আবার বিশ হাজার ইউরোর জরিমানা৷ - বলা দরকার, ল্যুটিশ-এর বিরুদ্ধে খেলাতেও উয়েফার এক গোল রেফারির মাথায় একটি গ্যালারি থেকে ছোঁড়া সিগারেট লাইটার লাগে৷ ফলে তাঁকে হাফটাইমে রীতিমতো চিকিৎসা করতে হয়৷ ঘটনাটির জন্য ল্যুটিশ'কেও অবশ্যই উয়েফা'র কাছে খেসারত দিতে হবে৷

বৃহস্পতিবার ইউরোপা লীগের অন্য দুটি কোয়ার্টার ফাইনালের খেলায় এফসি লিভারপুল এবং এ্যাটলেটিকো মাদ্রিদ সোমিফাইনালের টিকিট কিনেছে বেনফিকা লিসাবন আর এফসি ভ্যালেন্সিয়া'কে হারিয়ে৷ কাজেই অন্য সেমিফাইনালটিতেও একপক্ষ ইংল্যান্ড থেকে, যদিও অন্যপক্ষ স্পেনের৷ এ্যাটলেটিকো মাদ্রিদ ফার্স্ট লেগে ভ্যালেন্সিয়ায় গিয়ে ২-২ ড্র করেছিল৷ কাজেই এবার গোলশূন্য ড্র'তেই কাজ হয়েছে৷ লিভারপুল লিসবনে গিয়ে ১-২ ফলাফল করে, এবং এবার নিজেদের মাঠে ৪-১ গোলে জিতে আর এ্যাগ্রেগেটের অঙ্ক কষার কোনো প্রয়োজন রাখেনি৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই