1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ শেষ হচ্ছে আজ

১ আগস্ট ২০১০

স্পেনের বার্সেলোনায় চলছে ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ৷ আজ শেষ হতে যাচ্ছে এই প্রতিযোগিতার সপ্তাহব্যাপী ২০ তম আসর৷ তবে তার আগে শনিবার বেশ ভালোই করলো ব্রিটেন৷

https://p.dw.com/p/OZCS
European Athletics Championships
ছবি: AP

শনিবার তিনটি সোনা জিতেছে ব্রিটেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাঝারি পাল্লার দৌড়ে মো ফারাহর ডাবল জয়৷ বুধবার পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন এই ব্রিটিশ অ্যাথলেট৷ শনিবার পাঁচ হাজার মিটার দৌড়ে সোনা জিতে নিলেন তিনি৷ ইউরোপিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে গত ২০ বছরে এই প্রথমবার কেউ এই ডাবল জয় করল৷ চার বছর আগে গত আসরে পাঁচ হাজার মিটার দৌড়ে স্পেনের জেসাস এসপানার কাছে হেরে গিয়েছিলেন তিনি৷ কিন্তু শনিবার সেই এসপানাকে নিজ দেশের দর্শকদের সামনে দৌড়ে পেছনে ফেলে মধুর প্রতিশোধ নিলেন ফারাহ৷ তবে দৌড়ের শুরুতে একটু পিছিয়ে ছিলেন তিনি৷ কিন্তু শেষ তিন ল্যাপে ক্রমেই গতি বাড়াতে থাকেন মো ফারাহ এবং শেষ পর্যন্ত এসপানার দুই সেকেন্ড আগে দৌড় শেষ করেন৷

এদিকে প্রমিলাদের হেপটাথলনে এদিন ব্রিটিশদের আরও একটি সোনা এনে দিয়েছেন জেসিকা এনিস৷ অলিম্পিক চ্যাম্পিয়ন ইউক্রেনের নাতালিয়া ডব্রিন্সকাকে ৪৫ পয়েন্টে পেছনে ফেলে তিনি সোনা জয় করেন৷ অন্যদিকে পুরুষদের ৪০০ মিটার ওয়ান টু হার্ডলসে জয় পেয়েছেন ব্রিটেনের ডেভিড গ্রিন এবং রাইস উইলিয়ামস৷ এই নিয়ে ব্রিটেন মোট ছয়টি সোনা জিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ রাশিয়া আটটি সোনা জিতে প্রথমে রয়েছে৷

এদিকে ব্রিটেনের জন্য দিনটি ভালো গেলেও জার্মানির জন্য ছিলো উল্টোটি৷ শটপুটে সাবেক চ্যাম্পিয়ন ছিলেন জার্মানির রাল্ফ বার্টেলস৷ কিন্তু মাত্র ২০.৯৩ মিটার দুরত্বে থ্রো করে ব্রোঞ্জ পেয়েছেন তিনি৷ অন্যদিকে পুরুষদের বর্শা নিক্ষেপে মাথিয়াস ডি সোরডো রুপা পেয়েছেন৷ তিনি হেরেছেন নরওয়ের আন্দ্রিয়াস থোরকিল্ডসেনের কাছে৷ এছাড়া মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ক্যারোলিন নাইট্রা এবং হেপটাথলনে জেনিফার ওয়েসার একটি করে ব্রোঞ্জ জিতেছেন৷ এবারের প্রতিযোগিতায় জার্মানি মাত্র তিনটি স্বর্ণপদক জিতে চতুর্থ অবস্থানে রয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক