1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউতে ফিরতে চায় ব্রিটেন

২১ অক্টোবর ২০১৬

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে তাঁকে বলেছেন, ব্রিটেন চায় ইউরোপীয় ইউনিয়নের ‘পূর্ণ সদস্য' হতে৷ শুক্রবার সকালে সম্মেলন শুরুর আগে এ কথা জানান ম্যার্কেল৷

https://p.dw.com/p/2RVzO
Brüssel EU Gipfel Gruppe May Merkel
সম্মেলনের দ্বিতীয় দিনছবি: picture-alliance/dpa/T. Roge

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গেলেও দেশটির সাথে কাজের সম্পর্ক ভালো আছে বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর৷ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের প্রথম দিন ছিল বৃহস্পতিবার৷ সেইদিনের কথা উল্লেখ করে ম্যার্কেল বলেন, আমাদের জন্য এটা আসলেই একটা ভালো বার্তা৷ বৃহস্পতিবারের সম্মেলনে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে প্রথমবারের মতো অংশ নিলেন৷

এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসীর প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া৷ গত বছর ১০ লাখ অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছে৷ তাই সীমান্তে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টিতে সিদ্ধান্তে পৌঁছাবেন তারা৷ আর কবে নাগাদ শেঙেন দেশগুলোর মধ্যে ক্ষণস্থায়ী চেকপোস্টগুলো সরিয়ে নেয়া হবে. সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে এই সম্মেলনে৷

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদ বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না রাখলে সেটার ভয়াবহ পরিনাম তাদের ভোগ করতে হবে৷ তাই ব্রিটেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের সাথে আলোচনাটা মোটেও সহজ হবে না৷ সাংবাদিকরা গতকালের আলোচনা শেষে ইইউ এর শীর্ষ নেতাদের ব্রিটেনের ইইউ ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করেন৷ নেতারা জানান ‘‘এটা ব্রিটেনের জনগণের হাতেই আছে৷ তবে তারা যদি ফিরে আসে তবে আমরা খুশিই হব৷''

রাশিয়ার বিষয়ে সিদ্ধান্ত

সিরিয়ায় অভিযান চালানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের পরিকল্পনা করছিল ইউরোপীয় ইউনিয়ন, যা শুক্রবার সকালে তারা বাতিল করে দেয়৷ ইটালির শক্ত বিরোধের কারণে এ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় তারা৷ ম্যার্কেল এ প্রসঙ্গে বলেন, ‘‘আলেপ্পোতে যদি এরপরও বিমান হামলা চলতে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের কিছু করার ছিল, যা করিনি৷'' ম্যার্কেল বলেন, সিদ্ধান্ত নেয়ার সময় এখনো ফুরিয়ে যায়নি৷ বুধবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ কিন্তু কোনো ইস্যুতেই তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি৷

ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কও বলেছেন, রাশিয়া ইউরোপিয়ান আকাশসীমা লঙ্ঘন করছে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য