1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষের বার্তা দিলেন ম্যার্কেল

১ জানুয়ারি ২০১৪

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর নববর্ষের বার্তায় বলেছেন, জার্মানির উন্নয়নে ইউরোপের গুরুত্ব রয়েছে৷ সামগ্রিকভাবে ইউরোপের উন্নতি হলেই জার্মানিরও উন্নতি হবে বলে মনে করেন তিনি৷

https://p.dw.com/p/1AjVM
ACHTUNG SPERRFRIST Angela Merkel Neujahrsansprache 30.12.2013
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: David Gannon/AFP/Getty Images

The German Chancellor's New Year Address

২০১৪ সালকে স্বাগত জানিয়ে জার্মান নাগরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন চ্যান্সেলর ম্যার্কেল৷ সেখানে তিনি প্রতিটি নাগরিককে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন৷ ম্যার্কেল বলেন, ‘‘আমরা নাগরিক হিসেবে প্রত্যেকে নিজেদের জীবনে যা অর্জন করি, সেটা যত ছোটই হোক, বৃহত্তর পরিসরে তা আমাদের দেশকে প্রভাবিত করে৷'' তিনি বলেন, জার্মানি তথা ইউরোপকে এগিয়ে নিতে প্রতিটি জার্মানের ব্যক্তিগত দায়িত্ববোধ ও উদ্যোগ – এই দুটো গুণ থাকা প্রয়োজন৷

নাগরিকদের উদ্দেশে জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘আপনাদের ছাড়া রাজনীতি খুব অল্পই সফল হতে পারে৷''

তিনি তাঁর বার্তায় পরিবার প্রথাকে ‘সমাজের মধ্যমণি' হিসেবে আখ্যায়িত করে শিশু ও তরুণদের জন্য সবচেয়ে ভালো শিক্ষার ব্যবস্থা করার অঙ্গীকার করেন৷ এছাড়া জার্মানি যে ধীরে ধীরে আণবিক শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, সেই কথাও উল্লেখ করেন ম্যার্কেল৷ উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে দেশের সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ম্যার্কেল সরকার৷

চ্যান্সেলর তাঁর বক্তৃতায় অতীতের কথাও উল্লেখ করেছেন৷ মনে করিয়ে দিয়েছেন যে, ২০১৪ সাল হতে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর শততম বার্ষিকী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৭৫তম আর বার্লিন প্রাচীর পতনের ২৫তম বার্ষিকীর বছর৷

ম্যার্কেল বলেন, ‘‘কয়েকজনের স্বপ্ন আর অনেকের প্রচেষ্টার ফলে ইউরোপ এখন মিলিয়ন মিলিয়ন নাগরিকের জন্য একটি শান্তিপূর্ণ আবাসে পরিণত হয়েছে৷''

জেডএইচ/ডিজি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য