1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের চেয়ে ল্যাটিন আমেরিকা উজ্জ্বল

২০ জুন ২০১০

বিশ্বকাপে এখন পর্যন্ত দলগুলোর সামগ্রিক পারফরমেন্স বিচার করলে দেখা যাবে ইউরোপের এতগুলো দেশের তুলনায় ল্যাটিন আমেরিকার দেশগুলোই বরং বেশ ভালো খেলছে৷ বিশেষ করে ইউরোপের বড় বড় দলগুলো তাদের নামের সাথে সুবিচার করে উঠতে পারছে না৷

https://p.dw.com/p/Ny0k
প্যারাগুয়ের গোল উদযাপনছবি: AP

আজকের গ্রুপ এফ এ প্যারাগুয়ে বনাম স্লোভাকিয়ার ম্যাচটির কথাই ধরা যাক৷ স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথ অনেকটা সুগম করে ফেললো প্যারাগুয়ে৷ শুধু গোল নয়, গোটা ম্যাচেই প্যারাগুয়েকে মনে হয়েছে অধিকতর ভালো দল৷ ছোট ছোট পাসে তারা মধ্যমাঠে প্রাধান্য বজায় রেখেছ, কখনো কখনো আচমকা পরিকল্পিত আক্রমণে গিয়েছে৷ প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের খেলা ছিল বেশি উত্তেজনাকর৷ যদিও প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় লাল সাদা জার্সিধারীরা৷ খেলার ২৭ মিনিটের সময় বারিওসের একটি ছোট পাস থেকে ঠিক ডি বক্সের সামনে বল পেয়ে যান এনরিক ভেরা৷ চলন্ত বলেই তিনি পা লাগান, স্লোভাকিয়ার ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে তা চলে যায় গোলের ভেতর৷ এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য স্লোভাকিয়া চেষ্টা করলেও খেলার লাগাম কিন্তু ছিল প্যারাগুয়ের হাতে৷ বিশেষ করে মধ্যমাঠে তারা দখল বজায় রাখে৷ নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে দ্বিতীয় গোল পায় প্যারাগুয়ে৷ পেনাল্টি বক্সের ভেতর জটলা থেকে বল পেয়ে যান ক্রিস্চিয়ান রিভেরোস৷ তার নেওয়া শটটি ঠেকাতে পারেননি স্লোভাকিয়ার গোলরক্ষক৷ এই জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে প্যারাগুয়ে৷

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ খেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইটালি৷ প্রথম ম্যাচ তারা প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছিল৷ তাই পরবর্তী রাউন্ডে ওঠার জন্য এই ম্যাচে জেতাটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ৷ প্যারাগুয়ের বিপক্ষে ইটালি বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে৷ বিশেষ করে আক্রমণভাগে তাদের দুর্বলতা চোখে পড়েছে৷ এদিকে আজ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইটালির অধিনায়ক ফাবিও ক্যানাভারো৷ গোল করার ব্যাপারে তার দলের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হলে ক্যানাভারোর উত্তর, এটা আমার সমস্যা না, আমি একজন ডিফেন্ডার৷ তবে কোচ মার্সেলো লিপ্পি মনে করেন ম্যাচে জেতার তাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কৌশলগত দিক থেকে নিউজিল্যান্ড তেমন সমস্যা করতে পারবে না বলে মনে করেন লিপ্পি৷ তবে কিউইদের শারীরিক গড়ন ও সামর্থের কারণে তারা যেকোন মুহুর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে স্বীকার করেছেন ইটালির কোচ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক