ইউরোপের বস্তি | পাঠক ভাবনা | DW | 24.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইউরোপের বস্তি

‘‘মাথা গোঁজার উপযুক্ত জায়গা, নগর পরিকল্পনা, দারিদ্র্য, চিকিৎসা এবং শিক্ষা যে কোনো দেশের জিপসি সম্প্রদায়ের জন্য এক বিরাট সমস্যা৷'' এভাবেই মতামত জানিয়েছেন এক পাঠক৷

এবার সুভাষ চক্রবর্তীর বিস্তারিত মতামত...‘‘এই সমস্যা নিরসনে আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি সংস্থা এবং জাতীয় সরকারকে একযোগে সংগঠিত ভাবে উদ্যোগ নেওয়া খুবই জরুরি৷ প্রয়োজন বস্তিবাসীদের জন্য সমাজসেবামূলক উন্নয়ন তহবিল গড়ে ক্ষুদ্র কর্মসংস্থান ও অবকাঠামো প্রকল্পের উপযুক্ত ব্যবস্থা করা৷ গতকালের ‘ইউরোপের বস্তিগুলো' শীর্ষক ছবিঘরটি দেখে এই মন্তব্য করলাম৷ ‘জার্মানিতে ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত' নিয়ে একটি ছবিঘরের উপস্থাপনা পেয়েছিলাম, জেনেছিলাম বিষয়টি সম্পর্কে৷''

‘‘জার্মানির রেল (ডয়চে বান) আর বিমান (লুফটহানসা) চালকদের ধর্মঘট নিয়ে প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্য জানতে পারলাম৷

এক বছরে ১৩ বার ধর্মঘট, জার্মানির মতো একটি সচল সমাজ ও বিস্তৃত ও শক্তিশালী অর্থনীতির পক্ষে সহ্য করা বাস্তবিক অর্থেই শক্ত বৈকি৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷'' সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত থেকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন মো.ওবায়দুল্লাহ পিন্টু৷ তিনি লিখেছেন, ‘‘রাশিয়ার হালাল হোটেলের কথা' শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ প্রতিবেদনটি পড়ে আমার খুব ভাল লাগল৷ রাশিয়ার মত একটি দেশে মুসলমান পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে জেনে ভাল লাগল৷ তবে এই সুবিধার পরিমাণটা খুবই কম বলে আমি মনে করি৷ সমগ্র রাশিয়ায় মাত্র দু'টি হোটেল ‘হালাল' হিসেবে স্বীকৃতি পেয়েছে এটা চাহিদার তুলনায় অনেক কম৷ তবুও মুসলিম পর্যটকদের কথা চিন্তা করে হোটেল কর্তৃপক্ষ যে এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ৷ আমি আশা করবো রাশিয়ার মত বিশ্বের প্রতিটি দেশে যেন মুসলমানদের জন্য এ ধরনের ব্যবস্থা করা হয়৷'' মো.ওবায়দুল্লাহ পিন্টু, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

– লেখার জন্য ধন্যবাদ দু'জনকেই৷ সবাই ভালো থাকবেন, সপ্তাহান্ত আনন্দে কাটুক – এই প্রত্যাশায় আমরা সকলে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন