‘ইউরোপের বিস্তারিত খবর জানাচ্ছে ডিডাব্লিউ' | পাঠক ভাবনা | DW | 11.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইউরোপের বিস্তারিত খবর জানাচ্ছে ডিডাব্লিউ'

‘‘জার্মানি ইউরোপ শীর্ষক পাতায় ‘ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভরসায় ইউরোজোন' প্রতিবেদনটি পড়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷'' এভাবেই তাঁর ই-মেল শুরু করেছেন ডয়চে ভেলের এক পুরোনো বন্ধু৷

নতুন দিল্লির বন্ধু সুভাষ চক্রবর্তী ঐ প্রতিবেদনটি পড়ে বিস্তারিত মতামত জানিয়েছেন এভাবে, ‘‘এটা ঠিক যে ইউরোপের নীতি নির্ধারকেরা বরাবরই আর্থিক সংকট নিরসনে ইউরো এলাকা এবং ইউরোপীয় আর্থিক বাজার সংরক্ষণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করে থাকেন৷ পাশাপাশি আমরা দেখেছি যে, ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে৷ আর যেহেতু ইসিবি-র আর্থিক নীতি সামগ্রিকভাবে সমগ্র ইউরো এলাকার মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই কারণে ইউরোজোন এলাকার আর্থিক সংকট কাটিয়ে তুলতে ইসিবি-র সময়োপযোগী হস্তক্ষেপ খুবই জরুরি৷ তবে ইউরোপীয় শাসন কাঠামোতে যে ঘাটতি আছে, সেটা নিরসনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলিকে দায়িত্ববোধের সাথে এক ঐক্যমতে পৌঁছাতে হবে৷ সদস্য রাষ্ট্রগুলিকে ঐক্যমত হয়ে একটি নতুন এবং আরও মজবুত রাজনৈতিক অর্থনীতি অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে৷

Symbolbild EZB Europäische Zentralbank Frankfurt am Main

ইউরোপের নীতি নির্ধারকেরা আর্থিক সংকট নিরসনে আর্থিক বাজার সংরক্ষণের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করে থাকেন

যাই হোক, রাজনীতি/অর্থনীতি বিষয়ক পরিবেশনটি থেকে অনেক তথ্য পেয়ে ভালো লাগলো৷ এভাবেই আমি সব সময় ডয়চে ভেলের পাশে আছি৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ থেকে পুরনো বন্ধু প্রফেসর আশরাফুল ইসলাম লিখেছেন, ‘‘রুটিন চেকআপ করুন, দীর্ঘজীবী হোন' – পাঠকদের জন্য এ প্রতিবেদনটি খুব উপকারী বলে আমি মনে করি৷ আমাদের দেশে অনেকেই জার্মানদের মতো অতটা স্বাস্থ্য সচেতন নন৷ তাছাড়া অনেকে আর্থিক খরচের ভয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা রুটিন চেকআপ করার বিষয়টি আদৌ গুরুত্ব দেন না৷ এর ফলে এক সময় নানা জটিল রোগব্যাধিতে আমাদেরকে আক্রান্ত হতে হয়৷ একটু সচেতনতা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করতে পারে৷ ডয়চে ভেলের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতন হতে উদ্বুদ্ধ করবে৷ এটাই আমার বিশ্বাস৷''

- ধন্যবাদ দু'জনকে৷ অন্য বন্ধুরাও লিখবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন