1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের সর্বনাশ আর গনৎকার ব্লগারের পৌষমাস

২ জানুয়ারি ২০১১

ইউরোপের দেশগুলো যখন ঋণ সংকটে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই কপাল ফিরেছে ব্রিটিশ ব্লগার এডওয়ার্ড হিউ’এর৷ ব্রিটিশ অর্থনীতিবিদ হিউ বেশ আগেভাগেই একাধিকবার ভবিষ্যদ্বাণী করেছিলেন ইউরো মুদ্রার গতিবিধি নিয়ে৷

https://p.dw.com/p/zsgG
ইউরোপ, সর্বনাশ, গনৎকার, ব্লগার, পৌষমাস, ঋণ, সংকট, ব্রিটিশ, এডওয়ার্ড, হিউ, অর্থনীতিবিদ, ইউরো, মুদ্রা,
ছবি: DW

এতোদিন তাঁর ব্লগের দিকে কেউ ফিরেও চায়নি৷ বিষয়টি বেশ লেগেছিল বুদ্ধিজীবী হিউ'এর৷ তবে তখন চুপচাপ থেকে চালিয়ে গেছেন তাঁর ব্লগিং৷ এতোদিনে একের পর এক ইউরোপীয় দেশগুলো যখন ঋণ সংকট আর মন্দার আঘাতে জর্জরিত, ইউরো অঞ্চলের দেশগুলো যখন ইউরো মুদ্রার মান বাঁচাতে কী করবে ভেবে পাচ্ছে না, তখনই হিউ'এর সেই ব্লগ পেল তার প্রকৃত গুরুত্ব৷ এখন তাঁর ব্লগ পড়েন হাজার হাজার ব্যাংকার, অর্থনৈতিক বিশ্লেষক এবং বিশ্বের অন্যান্য দেশের নীতি নির্ধারকরাও৷ ৬২ বছর বয়সি এই ব্লগারকে এখন নিয়মিত আমন্ত্রণ জানানো হচ্ছে মহাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সভা-সেমিনারগুলোতে৷ এমনকি স্প্যানিশ অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণের জন্য তাঁকে এপ্রিলে মাদ্রিদ বৈঠকে আমন্ত্রণ জানালো আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ৷

২০০৩ সালের সেপ্টেম্বর মাসেই ‘এক মুঠো ইউরো' শিরোনামে ব্লগ প্রকাশ করেছিলেন হিউ৷ কিন্তু সেসময় তাঁর ব্লগের দিকে কেউ চোখ তুলেও চায়নি৷ তখন ব্যাপারটা বেশ বিব্রত করেছিল হিউ'কে৷ তাই এখন তিনি বলেন, ‘‘আমি এটা খুব অনুভব করি যে, সেটার সত্যতা প্রমাণ হয়েছে৷'' তিনি বলেন, ‘‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় এখনই৷ আমি মনে করি, কেউ যদি এই মুহূর্তে যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে ইউরো ভিত্তিক সম্পূর্ণ প্রকল্পকে ছিন্ন-বিচ্ছিন্ন না করা পর্যন্ত এর উপর অর্থ বাজার আরো চাপ ফেলতে থাকবে৷''

মজার বিষয় হচ্ছে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন হিউ৷ এরপর লন্ডন স্কুল অফ ইকনোমিক্স থেকে লেখাপড়া করলেও জীবিকা নির্বাহ করেন ইংরেজি ভাষা পড়িয়ে৷ লিভারপুলে জন্ম হলেও ১৯৯০ সালে পাড়ি জমান স্পেনের ক্যাটালোনিয়ায়৷ বেশি বেশি করে বই পড়ার নিজের নেশাটি ধরে রাখতে বার্সেলোনায় কিছু ছাত্র-ছাত্রীকে ইংরেজি শিখিয়ে দিন কাটান হিউ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী