1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে নির্বাচনের ঠিক আগে বেকায়দায় চরম দক্ষিণপন্থিরা?

২১ মে ২০১৯

ইইউ পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে এক কেলেঙ্কারির কারণে অস্ট্রিয়ায় চরম দক্ষিণপন্থি দল ঘোর সংকটে পড়েছে৷ ইউরোপের ভোটারদের মনে সার্বিকভাবে চরমপন্থিদের ভাবমূর্তি নিয়ে জল্পনাকল্পনা চলছে৷

https://p.dw.com/p/3Io74
ইউরোপীয় ইউনিয়নের পতাকা
ছবি: imago/ZUMA Press

গত কয়েক বছরে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই চরম দক্ষিণপন্থিদের ক্ষমতা বেড়ে চলেছে৷ ইটালি ও অস্ট্রিয়ার মতো দেশে তারা সরকারের শরিক হয়ে দেশ শাসন করেছে৷ জার্মানিতে প্রধান বিরোধী দল হিসেবে তারা সংসদে এসেছে৷ আসন্ন ইইউ পার্লামেন্ট নির্বাচনে এই শিবির জোরালো সমর্থন পেতে পারে বলে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে৷ অথচ একই সঙ্গে ইউরোপের এমন সব দল নানা অভ্যন্তরীণ কারণে সংকটের মুখে পড়ছে৷ যেমন, জার্মানির এএফডি দল চাঁদা কেলেঙ্কারির কারণে কিছুটা বেকায়দায় পড়েছে৷ এবার অস্ট্রিয়ার চরম দক্ষিণপন্থি দল বিশাল কেলেঙ্কারির জের ধরে আরো বড় আকারের সংকটের মুখে পড়লো৷

গত সপ্তাহান্তে জার্মানির ‘ডেয়ার স্পিগেল'-সহ সংবাদ মাধ্যমের একাংশে একটি ভিডিও প্রকাশিত হবার পর গোটা ঘটনার সূত্রপাত ঘটে৷ তাতে অস্ট্রিয়ার জোট সরকারের শরিক চরম দক্ষিণপন্থি এফপিও দলের নেতা ও ভাইস চ্যান্সেলর হাইনৎস-ক্রিস্টিয়ান স্ট্রাকে-কে দেখা যাচ্ছে৷ স্পেনের ইবিসা দ্বীপে ২০১৭ সালে তোলা এই ভিডিওতে স্ট্রাকে ক্ষমতায় এলে রাশিয়ার এক শিল্পপতির জন্য রাষ্ট্রীয় প্রকল্পের বরাত দেবার অঙ্গীকার করেছেন৷ অস্ট্রিয়ায় রাজনৈতিক দলের চাঁদা সংক্রান্ত নিয়ম ফাঁকি দেবার কথাও বলেছেন তিনি৷

এই কেলেঙ্কারির জের ধরে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস প্রথমে স্ট্রাকে-র পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তারপর আগাম নির্বাচন ডাকার সিদ্ধান্ত নেন৷ স্ট্রাকে নিজেকে নির্দোষ হিসেবে তুলে ধরে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন৷ সোমবার চ্যান্সেলর এফপিও দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করার পর সেই দলের বাকি মন্ত্রীরাও পদত্যাগ করেন৷ আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের আগে পর্যন্ত মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা সেই সব দায়িত্ব পালন করবেন বলে চ্যান্সেলর কুয়র্ৎস জানিয়েছেন৷

ইউরোপের বুকে খোলাখুলি দূর্নীতির এমন অভিযোগ বেশ বিরল ঘটনা৷ তার উপর চরম দক্ষিণপন্থি দলের নেতার এমন ভূমিকার কারণে বিষয়টি আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট আগ্রহ সৃষ্টি করছে৷ ইইউ পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে এমন কেলেঙ্কারির প্রভাব নিয়েও জল্পনাকল্পনা শুরু হয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে অস্ট্রিয়ায় এফপিও দল ভোটারদের সামনে কী বলে সমর্থন চাইবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের ইউনাইটেড রাশিয়া পার্টির সঙ্গে এফপিও দলের আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তির প্রেক্ষাপটে ইউরোপের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি আবার চর্চার বিষয় হয়ে উঠেছে৷ ইইউ ও অভিবাসন-বিরোধী একাধিক ইউরোপীয় রাজনৈতিক দলের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে৷ ফ্রান্সের চরম দক্ষিণপন্থি ন্যাশানাল ফ্রন্টের মতো কিছু দল প্রকাশ্যেই পুটিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)