1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো এলাকার প্রতি আস্থা বাড়ছে ডাভোস সম্মেলনে

২৯ জানুয়ারি ২০১১

সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনীতি সম্মেলনে উপস্থিত রাজনৈতিক ও শিল্প-বাণিজ্যের শীর্ষ প্রতিনিধিরা শনিবার বললেন, ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো’র অস্তিত্বের সংকট কেটে গেছে৷

https://p.dw.com/p/1079p
ছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH

অভিন্ন মুদ্রা হিসেবে ইউরো যখন যাত্রা শুরু করেছিল, তখনই প্রশ্ন উঠেছিল, যে শুধু আর্থিক ক্ষেত্রে সমন্বয় সদস্য দেশগুলির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য যথেষ্ট হবে কি না৷ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নীতির ক্ষেত্রে দেশগুলির সমন্বয় না থাকলে কী হবে, সেবিষয়ে সন্দেহ থেকে গিয়েছিল৷ প্রাথমিক সাফল্যের পর ইউরো এলাকায় ঠিক সেই সংকটই দেখা দিয়েছে৷ মাত্রাতিরিক্ত বাজেট ঘাটতি, কিছু ক্ষেত্রে দুর্বল সরকারি নীতির ফলে একই সূত্রে বাঁধা দেশগুলির সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল৷ ২০১০ সালে গ্রিস ও আয়ারল্যান্ডের মতো দেশের নাটকীয় পরিস্থিতির ফলে নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়েছে৷ শনিবার ডাভোসে এক আলোচনা চক্রে জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েব্লে বলেন, ১৭টি দেশের ইউরো এলাকা নতুন করে আর কোনো সংকটে পড়বে না বলেই তাঁর বিশ্বাস৷ অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সদস্য দেশগুলি নিজের অর্থনৈতিক ও সামাজিক নীতির মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে৷ শয়েব্লে আরও বলেন, ‘‘আমার বিশ্বাস, ইউরো এবার স্থিতিশীল থাকবে৷''

Wolfgang Schaeuble
জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েব্লেছবি: picture alliance/dpa

ফ্রান্সের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দ আর্থিক বাজারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘‘ইউরো এলাকাকে স্বল্পমেয়াদী ভিত্তিতে দেখবেন না৷ সব দেশই সরকারি ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিচ্ছে৷'' শুধু রাজনৈতিক নেতারা নন, ব্যাংকিং জগতও ইউরো এলাকার প্রতি আস্থা জানাতে শুরু করেছেন৷ আলোচনায় বার্কলেস ব্যাংকের প্রধান বব ডায়মন্ড বলেন, ইউরোর অস্তিত্ব নিয়ে আর কোনো সন্দেহ নেই৷

গত বছরের ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে ইউরোপীয় নেতারা আগামী মার্চ মাসে একঝাঁক সিদ্ধান্ত নিতে চলেছেন৷ এর মধ্যে রয়েছে কাঠামোগত সংস্কার, নিয়ম ভাঙলে শাস্তির আরও কড়া বিধান, সংকটের ক্ষেত্রে দ্রুত সহায়তার ব্যবস্থা ইত্যাদি৷ যেমন কোনো সদস্য দেশ সংকটে পড়লে তাকে সাহায্য করতে যে আপদকালীন তহবিল গঠন করা হয়েছিল, তার অঙ্ক বাড়ানো ও ঋণের শর্ত অনেক সহজ করা হচ্ছে, যাতে বাজারে কোনো অস্থিরতার সৃষ্টি না হয়৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল অবশ্য সংকট প্রতিরোধের উপরই জোর দিচ্ছেন৷ গোটা ইউরো এলাকায় অভিন্ন অর্থনৈতিক নীতি চালু করার পথ খুঁজছেন তিনি৷ এর মাধ্যমে তিনি একদিকে প্রতিযোগিতার বাজারে ইউরো-এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলতে চান, অন্যদিকে বাজারে স্থায়ী আস্থার পরিবেশও গড়ে তুলতে চান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক