1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইছামতী নদীতীরে একটুকরো সবুজ অঞ্চল

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৮ জানুয়ারি ২০১৯

বসিরহাট শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী৷ ইছামতী নদীতীরে আশীষ ঘোষের উদ্যোগে তৈরি হওয়া একটুকরো সবুজ অঞ্চল এখন শহরের মানুষকে অক্সিজেন দিতে পারছে অনেকটাই৷

https://p.dw.com/p/3CIhS

বসিরহাট শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী৷ এই নদীর পাশেই তৈরি হয়েছে এক সরকারি পার্ক৷ কিন্তু এই পার্কে ছিল না কোনো গাছ৷ আশীষ ঘোষ শুরু করলেন এই পার্কের সবুজায়ন৷ নানা প্রজাতির গাছের চারা রোপন করা শুরু করলেন৷ সেটাও বেশ কয়েক বছর হয়ে গেলো৷ আজ সেই পার্ক তাঁরই তৈরি অরণ্যে সবুজ৷ ইছামতী নদীতীরে তৈরি হওয়া এই একটুকরো সবুজ অঞ্চল এখন শহরের মানুষকে অক্সিজেন দিতে পারছে অনেকটাই৷