1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির দুর্নীতি কমানো

১ জুন ২০১৮

ইটালিতে শুক্রবার নতুন সরকার দায়িত্ব নিয়েছে৷ পুপলিস্ট এই সরকার ইউরোপীয় ইউনিয়নের দেয়া ব্যয় কমানোর পরামর্শের বিরোধী৷ বরং তারা দেশটির দরিদ্রতম ব্যক্তিদের মাসিক বেতন দিতে চায়৷

https://p.dw.com/p/2yoNt
Italien Regierungsbildung | Giuseppe Conte, designierter Premierminister
ছবি: Reuters/A. Bianchi

গত মার্চ মাসে ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এরপর কয়েকদফা আলোচনা শেষে জাতীয়তাবাদী দল ‘দ্য লিগ' ও প্রচলিত শাসনব্যবস্থাবিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট'-এর মধ্যে জোট সরকার গঠিত হয়েছে৷ এতে প্রধানমন্ত্রী হিসেবে আছেন অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে৷

‘দ্য লিগ'-এর প্রধান মাটেও সালভিনি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আর ‘ফাইভ স্টার মুভমেন্ট'-এর লুইজি ডে মেও হচ্ছেন অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী৷

ইটালির নিস্ক্রিয় অর্থনীতি সচল করতে ইউরোপীয় ইউনিয়নের ব্যয় সংকোচ প্রস্তাব প্রত্যাখ্যান করতে চায় নতুন সরকার৷ পরিবর্তে তিনি তারা দেশের সবচেয়ে গরিব মানুষের জন্য মাসিক একটি আয়ের ব্যবস্থা করতে চায়৷ এছাড়া দুই স্তর বিশিষ্ট করব্যবস্থা চালুর প্রস্তাব করেছে৷ তবে দু'টি প্রস্তাব বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাসেলস৷ কারণ ইতিমধ্যে দেশটির ঋণের পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে৷

ইটালির মন্থর অর্থনীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্যয় সংকোচ নীতিকেই দায়ী মনে করে নতুন সরকার৷ তবে ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার দুরবস্থার জন্য ইইউকে দোষারোপ না করে দুর্নীতি কমিয়ে আরও বেশি কাজ করার পরামর্শ দিয়েছেন৷

এদিকে, জার্মানি বলেছে, তারা ইটালির নতুন সরকারের সঙ্গে ‘খোলামন' নিয়ে কাজ করতে আগ্রহী৷ ‘‘আমরা নতুন সরকারের সঙ্গে খোলামন নিয়ে যোগাযোগ করব এবং ভালো সহযোগিতা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করব,'' বলেন জার্মান সরকারের প্রধান মুখপাত্র স্টেফেন সাইবার্ট৷

নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি ইতিমধ্যে অভিবাসনের ‘ব্যবসা' বন্ধ করতে, মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে ও অবৈধ অভিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য