1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে সমকামীদের মধ্যে ‘সিভিল ইউনিয়ন' বৈধ

৭ আগস্ট ২০১৬

বিতর্কিত এক আইনের অনুমোদনের পর ইটালিতে সমকামীদের মধ্যে ‘পার্টনারশিপ' বা যৌথজীবন বৈধতা পেয়েছে৷ যদিও ক্যাথলিক চার্চ এবং আরো কয়েকটি গ্রুপ শক্তভাবে এর বিরোধিতা করেছিল৷

https://p.dw.com/p/1JbZw
রোমো ইটালিয়ান গে প্রাইড
ছবি: imago/Pacific Press Agency

গত সপ্তাহ থেকে ইটালির টাউনহলগুলোতে সমকামীদের মধ্যে সম্পর্ক নিবন্ধনের আবেদন জমা পড়তে শুরু করেছে৷ ইতিমধ্যে অনেকেই নিজেদের মধ্যকার সম্পর্কের আইনি বৈধতা পেয়েছেন৷ যদিও এটি বৈধ হওয়ার পর সবার আগে কারা তাঁদের সম্পর্ক নিবন্ধন করেছেন সেটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে৷

কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম সমকামী দম্পতি হিসেবে হেলেন এবং দেবোরাহ ২৪শে জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যকার ‘সিভিল ইউনিয়নের' আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন৷ ইটালির শহর বোলোগনার বাসিন্দা আলোচিত দম্পতি৷ তবে ইটালির দৈনিক রিপাবলিকা জানিয়েছে, নতুন আইনের আওতায় গত ২০ জুলাই প্রথম নিবন্ধনটি হয়ে গেছে৷ মিলানের একটি হাসপাতালে এক নারী তার অসুস্থ বান্ধবীর সঙ্গে সম্পর্ক আইনের চোখে বৈধ করে নেন৷

উল্লেখিত, বিতর্কিত আইনটি গত মে মাসে ইটালির সংবিধান অনুমোদন করে৷ তবে রোমান ক্যাথলিক চার্চের বাধার কারণে আইনটি গত কয়েকবছর আটকে রেখেছিল৷ এটি যাতে অনুমোদন না দেয়া হয়, সেজন্য চলতি বছর শুরুতে রোমে বড় ধরনের বিক্ষোভেরও আয়োজন করা হয়েছিল৷

আইনি অনুমোদনের পর রিপাবলিকা পত্রিকাকে একজন আর্চ বিশপ জানিয়েছেন, এটি ‘‘ক্রিপিং ফ্যাসিজমের'' এক উদাহরণ কেননা ‘‘দেশের একটি বড় অংশের আপত্তি সত্ত্বেও'' আইনটি পাস করা হয়েছে৷

প্রসঙ্গত, সমকামীদের মধ্যকার সম্পর্ককে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ায় গতবছর ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার আদালতের সমালোচনার মুখে পড়ে ইটালি৷ এখন এ ধরনের সম্পর্কের বৈধতা দেয়ায় ইউরোপের আর কোনো বড় দেশ বাকি নেই যেটি সমকামীদের সম্পর্ককে আইনি বৈধতা দেয়নি৷ তবে এই বৈধতা বিয়ের মতো সমান অধিকার নিশ্চিত করে না৷ ফলে সম্পর্কের আইনি বৈধতা থাকলেও সন্তান দত্তক নিতে পারবে না সমকামী দম্পতি৷

এআই/ডিজি (এএফপি, রিপাবলিকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান