1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির মিলানে বাসস্টপ, কবরস্থানে ধূমপান নিষিদ্ধ

২২ নভেম্বর ২০২০

নতুন বছর থেকে ইটালির মিলান শহরের বাসস্টপ, পার্ক, কবরস্থান ও স্টেডিয়ামে ধূমপান করা যাবে না৷ ২০২৫ সাল থেকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার পরিকল্পনা করছে শহর কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3lfb6
ইটালির মিলান শহর
ইটালির মিলান শহরছবি: picture-alliance/dpa/abaca/Ipa

এক বিবৃতিতে তারা জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন থেকে অর্থাৎ ২০২১ সালের ১ জানুিয়ারি থেকে কোনো স্থানে দুজন মানুষের মধ্যে কমপক্ষে ১০ মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে সেখানে ধূমপান করা যাবে না৷ এর অর্থ স্টেডিয়াম, বাসস্টপ, পার্ক ও কবরস্থানে ধূমপান করা যাবে না বলে বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছে৷

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রকাশ্যে, এমনকি জনমানবহীন স্থানেও ধূমপান নিষিদ্ধ করা হবে৷

‘ফ্যাশন নগরী' হিসাবে বিশ্বখ্যাত ইটালির মিলান শহর৷ কিন্তু এই শহর ইউরোপের অন্যতম দূষিত শহরও৷ এই দূষণরোধে মিলান কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷

বায়ু দূষণ রোধে যা যা করছে মিলান

সম্প্রতি মিলান কর্তৃপক্ষ একটি ‘ক্লিন এয়ার বিল' পাস করেছে যেখানে বাতাসে থাকা দূষক কমাতে একগুচ্ছ নিয়মনীতির কথা বলা হয়েছে৷ এই দূষক বা পার্টিকুলেট ম্যাটার, খুব বেশি মাত্রায় পাওয়া যায় মিলানে, যা কর্কটরোগের কারণও হতে পারে৷

বাতাসে এই দূষকের মাত্রা বেড়ে যাবার কারণে গত সপ্তাহেই ইটালিকে সতর্ক করেছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস৷ মিলানসহ ইটালির বেশ কিছু শহরের বাতাসে দূষকের মাত্রা ইউরোপের নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি৷

এর উত্তরে মিলান কর্তৃপক্ষ ঠিক করেছে যে, তারা পুরনো যানবাহন, যা থেকে প্রচুর দূষণ ছড়ায়, তার সংখ্যা কমাবে৷ সাথে, ডিজেলচালিত বাসার হিটিংও নিষিদ্ধ করবে তারা৷ পাশাপাশি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবাও চালু করবে৷ ফলে বৈদ্যুতিক গাড়ি কিনতে উৎসাহ পাবেন স্থানীয় মানুষ৷

এছাড়া, নতুন বছর থেকে প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত কাঠের খোলা চুলায় পিৎজা বানানো, বার্বিকিউ করা ও আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হবে৷ একই সময়ে দোকানের দরজা সারাদিন খোলা রাখা যাবে না বলে জানিয়েছে তারা৷ প্রয়োজনীয় সময় ছাড়া দোকানের মূল দরজা বন্ধ করেই রাখতে হবে দোকানদারদের৷

এসএস/জেডএইচ (ডিপিএ)