1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালির সবচেয়ে শক্তিশালী মাফিয়ার সদস্য়দের বিচার শুরু

১৩ জানুয়ারি ২০২১

ইটালির কালাব্রিয়ায় ‘এনদ্রাঙ্গেতা' মাফিয়া গোষ্ঠীর সাড়ে তিনশর বেশি সদস্য়ের বিচার বুধবার শুরু হয়েছে৷ ১৯৮৬-৮৭ সালে সিসিলির কোজা নোস্ত্রা গ্রুপের সদস্য়দের বিচারের পর এটিই সবচেয়ে বড় মাফিয়া ট্রায়াল৷

https://p.dw.com/p/3nrQb
প্রতীকী ছবিছবি: picture alliance/dpa/A. Di Meo

কোজা নোস্ত্রার বিচারের পর ঐ গোষ্ঠী দুর্বল হয়ে যাওয়ায় এখন ইটালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গোষ্ঠী হচ্ছে এনদ্রাঙ্গেতা৷ তাদের সদস্য় ছাড়াও এনদ্রাঙ্গেতাকে সহায়তা করা রাজনীতিবিদ, সাবেক সাংসদ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মেয়র, আইনজীবী, সরকারি কর্মকর্তা, ব্য়বসায়ীসহ অন্য়দেরও এই বিচারের আওতায় আনা হবে৷

বিচার কার্যক্রম এক বছরের বেশি সময় ধরে চলতে পারে৷

গত শতকের নব্বইয়ের দশকে ঘটা হত্য়া, মাদকপাচার, চাঁদাবাজি, অর্থপাচারসব বিভিন্ন অপরাধ প্রমাণের চেষ্টা করবেন প্রসিকিউটররা৷ এনদ্রাঙ্গেতা মাফিয়া গোষ্ঠীর একটি অংশ ‘মানকুজো গ্য়াং'-র সদস্য়রা এসব অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে৷ তারা কালাব্রিয়ার ভিবো ভালেন্সিয়া এলাকায় সক্রিয়৷ ২০১৯ সালের ডিসেম্বরে অভিযান চালিয়ে এই গ্রুপের সদস্য়দের আটক করা হয়৷

ইটালি কর্তৃপক্ষের ধারনা, এনদ্রাঙ্গেতার সদস্য় সংখ্য়া প্রায় ২০ হাজার এবং ইটালি ছাড়াও সারা বিশ্বে তাদের সদস্য়রা সক্রিয় রয়েছে৷

কালাব্রিয়ার অন্য়তম শীর্ষ প্রসিকিউটর নিকলা গ্রাটেয়ারির মতে, এনদ্রাঙ্গেতার বার্ষিক টার্নওভার ৬১ বিলিয়ন ডলারেরও বেশি, যার বেশিরভাগই আসে কোকেন পাচার থেকে৷

কোজা নোস্ত্রার বিরুদ্ধে চলা বিচারের মাধ্য়মে ৩৩৮ জনকে দোষী সাব্য়স্ত করা হয়েছিল৷ এর প্রতিশোধ হিসেবে ১৯৯২ সালে ঐ মামলার দুই প্রসিকিউটর জিওভান্নি ফ্য়ালকন ও পাওলো বোর্সেলিনোকে হত্য়া করা হয়েছিল৷

নিকলা গ্রাটেয়ারি ১৯৮৯ সাল থেকে এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে তদন্ত করছেন৷ তখন থেকে তিনি পুলিশি নিরাপত্তায় জীবনযাপন করছেন৷ ২০ বছরের বেশি সময় কোনো রেস্তোরাঁয় যাননি তিনি৷ সিনেমা হলে যান না ৩০ বছরেরও বেশি সময়৷ সবসময় নিজেকে বন্দি রাখেন৷ অফিসেই খাবার খান৷ তিনি বলেন, ‘‘আমার বাসা আসলে একধরনের বাঙ্কার৷ আমার নিরাপত্তা প্রহরীদের একটা ভালো টিম আছে৷''

জেডএইচ/কেএম (এএফপি)