1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালি-জার্মানি প্রীতি ফুটবল ম্যাচ ড্র

১০ ফেব্রুয়ারি ২০১১

ইটালির বিরুদ্ধে জেতার প্রত্যাশা পূরণ হয়নি জার্মানির৷ জার্মানি ও ইটালির মধ্যে বুধবার অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল ড্র৷ ১৬ বছরের মধ্যে ইটালির বিরুদ্ধে জয়ের প্রত্যাশা নিয়ে আয়োজক দেশ জার্মানি ডর্টমুন্ডে খেলা শুরু করে৷

https://p.dw.com/p/10Epy
মিরস্লাভ ক্লোজেছবি: AP

১৬ মিনিটের মাথায় মিরস্লাভ ক্লোজের গোলে সেই প্রত্যাশা বাড়তে থাকে৷ কিন্তু শেষ পর্যন্ত খেলার ফলাফল ড্র হয়৷ ৮১ মিনিটে ইটালির পক্ষে গোল করেন নিউ জার্সিতে জন্মগ্রহণকারী গিউসেপে রসি৷ আর এর মধ্যে দিয়েই জার্মানির প্রত্যাশার আলো নিভে যায়৷ ২০০৬ সালের বিশ্ব কাপের সেমিফাইনালে ডর্টমুন্ডের ঐ স্টেডিয়ামেই ইটালির কাছে হেরেছিল জার্মানি৷ সেই ১৯৯৫ সাল থেকেই আজ্জুরিদের বিরুদ্ধে জয়লাভের প্রত্যাশা জার্মানদের৷

তবে বুধবারের খেলায় ক্লোজের গোলের পর থেকে রসির গোল শোধ করার সময় পর্যন্ত পুরো খেলায় জার্মানি প্রাধান্য বিস্তার করেছিল৷ প্রথম থেকেই জার্মানরা তাদের শক্তি প্রদর্শন করেছে৷ ইটালীয়দের শক্ত প্রতিরক্ষাবুহ্য ভেদ করে ১৬ মিনিটের মাথাতে গোলের মধ্যে দিয়ে আসলে কোচ ইয়াখিম ল্যোভের আস্থাই ফেরত দিয়েছেন মিরস্লাভ ক্লোজে৷

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে আন্টোনিয় কাসানোর স্থলাভিষিক্ত হন রসি৷ তারপরে ৮১ মিনিটের মাথায় জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারকে ধরাশায়ী করেন৷ দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকেই ইটালি তাদের শক্তি বাড়াতে থাকে৷ তবে দ্বিতীয়ার্ধের শুরুতে তারা গোলের একটি ভালো সুযোগও হারায়৷

ইটালি এবং জার্মানি দুটি দলই ইউরো ২০১২-এর যোগ্যতা অর্জন পর্বে রয়েছে৷ জার্মানির অবস্থান গ্রুপ এ -র শীর্ষে এবং ইটালি গ্রুপ সি নিয়ন্ত্রণ করছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম