1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাসে প্রথমবারের মতো চাল, আটা বিক্রি হচ্ছে একই দামে

৯ জানুয়ারি ২০১১

পুরান ঢাকায় শিশু হত্যা, দ্রব্যমূল্যের উচ্চমূল্য, প্রধানমন্ত্রীর রংপুর সফর, এসবই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/zvJX
বাংলাদেশের একটি ধানক্ষেতছবি: DW/Swapan

দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি

প্রথম আলোর প্রধান প্রতিবেদন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে৷ এছাড়া এসংক্রান্ত আরও তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি৷ মূল প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাল ও আটা বিক্রি হচ্ছে একই দামে৷ আর মাছ, মাংসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও গরিব মানুষ এখন সবজিমুখী৷ অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, শীতের সবজির বাম্পার ফলন হলেও কৃষক আশানুরূপ দাম পাচ্ছেন না৷ কিন্তু বাজারে দাম বেশি৷ এছাড়া পত্রিকাটি বলছে, নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ মূল পাঁচটি অগ্রাধিকারের শীর্ষে থাকলেও গত দুই বছরে প্রতিরোধ তো হয়ইনি বরং দাম বেড়েছে অস্বাভাবিক হারে৷ তবে ডেইলি স্টার আজকে তাদের প্রধান প্রতিবেদনে বলেছে, খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকার কম দামে চাল ও আটা বিক্রির একটা প্রকল্প শুরু করতে যাচ্ছে৷ যেটা চলবে চার মাস পর্যন্ত৷ প্রায় এক কোটি গরিব পরিবারকে এই প্রকল্পের আওতায় নেওয়া হবে৷

প্রধানমন্ত্রীর রংপুর সফর

রংপুরকে সিটি করপোরেশন করা এবং রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রংপুরের পুত্রবধূ হিসেবেই তিনি এই দায়িত্ব নিচ্ছেন বলে জানান শেখ হাসিনা৷ সমকাল দিচ্ছে এই খবর৷ এছাড়া রংপুর সফরকালে হাসিনার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ এই বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেছে কয়েকটি পত্রিকা৷

শিশু হত্যা

ঘটনাটি খুব নির্মম৷ শুভ নামের চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হাত-পা ও মুখ বেঁধে ড্রামের পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে৷ এছাড়া তার বাবা বিভূতিরঞ্জন দাসকেও জবাইয়ের চেষ্টা করা হয়েছে৷ সব পত্রিকার প্রথম পাতাতেই আছে খবরটি৷ পরে হাসপাতালে পুলিশের কাছে জবানবন্দি দেন বিভূতি৷ সেসময় তিনি বলেন, সাগর নামের একটি ছেলে এই কাজ করেছে৷ এবং ছেলেটি তাদের বিল্ডিংয়েরই চারতলায় থাকে৷ প্রথম আলোতে এই জবানবন্দির খবরটি দেওয়া হয়েছে৷ তবে সমকালে বিভূতির আত্মীয়ের উদ্ধৃত দিয়ে বলা হয়েছে যে, ঘটনার পেছনে নারীঘটিত কোনো কারণ থাকতে পারে৷ কিন্তু প্রথম আলোর প্রতিবেদন বলছে, সাগর ৩৬ হাজার টাকা নিয়ে গেছে বলে পুলিশকে জানিয়েছে বিভূতি৷ এদিকে যুগান্তর আর ডেইলি স্টার বলছে, সাগর মাদকাসক্ত ছেলে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়