1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস গড়তে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

১১ আগস্ট ২০১৩

বিশ্বের প্রথম ফুটবল লিগ হিসেবে চলতি মরসুমের শুরু থেকে গোল-লাইন প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ৷ তার আগে রবিবার কমিউনিটি শিল্ডের ফাইনালে ব্যবহৃত হবে হক-আই প্রযুক্তি৷

https://p.dw.com/p/19NQ0
ছবি: DW

১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ৷ রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড আর ওয়েগান অ্যাথলেটিকের মধ্যে ফাইনাল খেলাটি হবে৷ এরপর ১৪ তারিখে ইংল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য প্রীতিম্যাচেও হক-আই প্রযুক্তির ব্যবহার হবে৷

Infografik GoalControl Torkamera Fußball Englisch
গোল কন্ট্রোল প্রযুক্তি যেভাবে কাজ করে

হক-আই বনাম গোল কন্ট্রোল

দুটোই গোল-লাইন প্রযুক্তি৷ এর মধ্যে হক-আই'টি উদ্ভাবন করেছে জাপানি সনি কোম্পানি৷ আর গোল কন্ট্রোলের উদ্ভাবক জার্মান কোম্পানি ‘গোলকন্ট্রোল'৷ দুই ক্ষেত্রেই প্রতিটি গোলপোস্ট লক্ষ্য করে সাতটি ক্যামেরা তাক করা থাকবে৷ তবে পার্থক্য এই, হক-আই এর ক্ষেত্রে ক্যামেরাগুলো থাকবে পোস্টের পেছনে৷ আর গোল কন্ট্রোলের ক্ষেত্রে ক্যামেরা থাকে স্টেডিয়ামের উপরের অংশে৷

জুন মাসে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপে গোল কন্ট্রোল প্রযুক্তিটির ব্যবহৃত হয়েছে৷ এর আগে এপ্রিলে ফিফা জানিয়েছিল যে, যদি  কনফেড কাপে সফলভাবে গোল কন্ট্রোল প্রযুক্তিটি ব্যবহার করা যায়, তাহলে আগামী বছরের বিশ্বকাপেও সেটাই ব্যবহার করা হবে৷ অবশ্য এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি৷

Tennis Wimbledon Hawk-Eye Kamera
টেনিসে ব্যবহৃত হচ্ছে হক-আই প্রযুক্তিছবি: Firma Hawk-Eye Innovations

টেনিস আর ক্রিকেটেও

ফুটবলে ব্যবহার শুরুর আগে টেনিস আর ক্রিকেটেও হক-আই প্রযুক্তির ব্যবহার হয়েছে৷ এই প্রযুক্তিতে বল গোলপোস্টের লাইন অতিক্রম করেছে কিনা সেটা সেকেন্ডের মধ্যেই রেফারিকে জানিয়ে দেয়া হয়৷ এ জন্য রেফারিকে তাঁর হাতে একটি বিশেষ ঘড়ি পরতে হবে৷ ঐ ঘড়িতেই গোল সংক্রান্ত সংকেত পাঠিয়ে দেয়া হবে৷ কদিন আগে আর্সেনালের মাঠে এই প্রযুক্তিটির ব্যবহার দেখানো হয়েছে৷ তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার৷ তবে তিনি বলেছেন প্রযুক্তির সফলতা নির্ভর করবে কত দ্রুত সেটি রেফারিকে সংকেত পাঠাতে পারছে তার উপর৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য