1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটে সুরক্ষায় ‘সুপার পাসওয়ার্ড’

২১ আগস্ট ২০১০

ইন্টারনেটে বিভিন্ন সাইটে একান্ত প্রবেশের জন্য প্রয়োজন পাসওয়ার্ড৷ এটি এমনই এক বিষয় যা মনে রাখা যেমন জরুরি, তেমনি কঠিন করাও আবশ্যক৷ কেননা সহজ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টকে তুলে দিতে পারে হ্যাকারদের হাতে৷

https://p.dw.com/p/OsxD
পাসওয়ার্ড তৈরি করুন ১২ বর্ণেরছবি: picture-alliance/chromorange

ইন্টারনেট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে আট বর্ণের পাসওয়ার্ড প্রদান আর নিরাপদ নয়৷ কেননা হ্যাকাররা বিশেষ গ্রাফিক্স কার্ড আর প্রোগ্রামের বদৌলতে আট বর্ণের পাসওয়ার্ড ভাঙতে পারে মাত্র দু'ঘন্টার মধ্যে৷

ভয় পাবার কিছু নেই৷ কিন্তু বিষয়টি সত্য৷ তবে সমাধানও আছে৷ জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির এক গবেষণায় বেরিয়ে এসেছে ১২ বর্ণের বা অক্ষরের পাসওয়ার্ড অনেক নিরাপদ৷ অন্তত হ্যাকাররা বর্তমানে যে পদ্ধতিতে আট বর্ণের পাসওয়ার্ড দু'ঘন্টায় ভাঙে, একই পদ্ধতিতে ১২ বর্ণের পাসওয়ার্ড ভাঙতে সময় লাগবে ১৭,১৩৪ বছর!

অবশ্য গবেষকরা জানেন না ভবিষ্যতে কী হবে৷ কেননা প্রযুক্তি যেভাবে বাড়ছে তাতে পাসওয়ার্ড হ্যাক করার নানা উপায়ও তৈরি হচ্ছে৷ বিশেষ করে বর্তমানে হ্যাকাররা একটি পাসওয়ার্ড ভাঙতে সেকেন্ডে ১ ট্রিলিয়ন সম্ভাব্য পাসওয়ার্ড তৈরি করতে পারে৷ কিন্তু তারপরও ১২ অক্ষরের পাসওয়ার্ড হলে তা অনেকটাই নিরাপদ এবং মানসম্পন্ন৷

তবে অনেক ইন্টারনেট বিশেষজ্ঞ আরো বড় পাসওয়ার্ড দেবার পক্ষে৷ অন্তত যে সাইটের জন্য পাসওয়ার্ড তৈরি করবেন৷ সেই সাইট যত বর্ণ বা অক্ষর নিতে পারে, তত বড় পাসওয়ার্ড দিলে সুরক্ষা মজবুত হয়৷ কার্নেগি ম্যালন ইউনিভার্সিটির গবেষকরা উদাহরন হিসেবে বলছে, এই পাসওয়ার্ডটির কথা, ‘‘নো, দ্যা ক্যাপিটাল অফ উইসকনসিন ইজ নট সিজোপলিস!'' অথবা আরো সহজ করে বড় পাসওয়ার্ড হতে পারে এমন, ‘‘আই হ্যাব টু কিডস: অহনা এন্ড রুদ্র৷''

পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখা আবশ্যক৷ ইংরেজি ভাষায় অক্ষরের সংখ্যা ২৬টি হলেও কম্পিউটার কী বোর্ডে কিন্তু সব মিলিয়ে বর্ণ আর সঙ্কেত আছে ৯৫টি৷ তাই, সম্ভব হলে আপনার পাসওয়ার্ডে যোগ করুন কিছু সঙ্কেত৷ যেমন: ‘‘@Y;V%w$/%5/-''৷ এমন একটি পাসওয়ার্ড যদি বানাতে পারেন, তবে তা ভাঙার সাধ্যি কার!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়