1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেট রোমান্টিক করে

১৬ আগস্ট ২০১০

রোমান্টিক মানুষ খুঁজে পেতে হলে সেই বাড়িতে ঢু মারতে হবে, যে বাড়িতে ইন্টারনেট আছে৷ এই কথা বলছেন অ্যামেরিকার গবেষকরা৷

https://p.dw.com/p/OoYu
ছবি: picture-alliance / chromorange

মিটিমিটি আলো জ্বলছে, ভেসে আসছে গিটারের টুংটাং সুর, আর এর মধ্যে ইন্টারনেটে ব্রাউজ করছে যে ব্যক্তিটি - তিনি রোমান্টিক না হয়েই যান না৷ এটা স্বাভাবিক কথা নয়, গবেষণার ফল৷ আর তা জানালো অ্যামেরিকার ‘সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশন'৷ তারা বলছে, পূর্ণ বয়স্ক যে সব মানুষের বাড়িতে ইন্টারনেট রয়েছে, তারা বেশি রোমান্টিক৷ অন্তত তাদের চেয়ে, যাদের বাড়িতে ইন্টারনেট নেই৷

আজ সোমবারই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে, আর তা হয়েছে ওয়াশিংটনে অ্যাসোসিয়েশনটির বার্ষিক সম্মেলনে৷ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইকেল রোজেনফেল্ড বলেন, ‘‘আমরা দেখতে পেয়েছি, অ্যামেরিকানদের রোমান্টিক হওয়ার পেছনে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে৷ অনেকে এর মধ্য দিয়েই সঙ্গী খুঁজে পেয়েছেন৷'' গবেষণাটি যাঁরা চালিয়েছেন, সে দলটির নেতৃত্বে ছিলেন রোজেনফেল্ড৷ এই জন্য তাঁরা জাতীয় পরিসংখ্যার অধিদপ্তর থেকে চার হাজারের বেশি লোকের তথ্য সংগ্রহ করেন৷

Partnersuche im Internet
অনেকে ইন্টারনেটের মধ্য দিয়েই সঙ্গী খুঁজে পেয়েছেনছবি: picture-alliance / dpa

রোজেনফেল্ডরা বলছেন, বাড়িতে ইন্টারনেট আছে, এমন ১০০ জনের ৮২ জনের মধ্যে রোমান্টিকতা খুঁজে পেয়েছেন তাঁরা৷ অন্যদিকে যাদের বাড়িতে তা নেই, তাদের মধ্যে রোমান্টিক হলেন ৬৩ শতাংশ৷

এই অনুসন্ধানে অবশ্য অন্য আরেকটি তথ্যও জানা গেছে৷ আর তা হলো, সমকামীদের অনেকেই নাকি ইন্টারনেটের মাধ্যমে জুড়ি খুঁজে পেয়েছেন৷ এই হার ইন্টারনেটে সঙ্গী খুঁজে পাওয়াদের প্রায় ৬১ শতাংশ৷ রোজেনফেল্ড বলেন, শুধু সমকামীরাই নয়, ভিন্ন ধর্মের দুটি মানুষকে ইন্টারনেট জুটি করেছে, এমন নজিরও পাওয়া গেছে বহু৷ তিনি বলেন, সেদিন খুব দূরে নয়, যখন সঙ্গী বেছে নেওয়ার জন্য ইন্টারনেটের বিকল্প আর থাকবে না৷ আর সেই প্রবণতা কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ