1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টার মিলান থেকে বেনিটেজের বিদায়

২৪ ডিসেম্বর ২০১০

ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ক্লাব থেকে বরখাস্ত হতে হলো রাফায়েল বেনিটেজকে৷ মাত্র ক’দিন আগে ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের পর কিছুটা আশা জাগলেও শেষ পর্যন্ত আর ইন্টার মিলানে থাকা হলো না বেনিটেজের৷

https://p.dw.com/p/zp3T
Liverpool, coach, Rafael, Benitez, media, press, conference club, stadium, England, UEFA, Champions, League, soccer, match, Italian, AC Milan ইউরোপীয়, চ্যাম্পিয়ন্স, লিগ, শিরোপা, জয়ী ,ক্লাব, রাফায়েল বেনিটেজ
রাফায়েল বেনিটেজছবি: AP

২০০৫ সালে লিভারপুলকে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা এনে দিয়েছিলেন বেনিটেজ৷ গত গ্রীষ্মে কোচ হোসে মোরিনহো রেয়াল মাদ্রিদে যোগ দিতে ইন্টার মিলান ছেড়ে গেলে বেনিটেজকে নিয়োগ দেওয়া হয়েছিল৷ তবে যতোটা আশা নিয়ে বেনিটজকে এনেছিলেন ইন্টার প্রেসিডেন্ট মাসিমো মোরাটি, ঠিক ততোটা আশা হয়তো পূরণ করতে পারেননি বেনিটেজ৷ তাছাড়া ক্লাব এবং মোরাটির কাছে থেকে বেনিটেজেরও কিছু চাওয়া পাওয়া ছিল৷ আর সেসব বিষয় নিয়ে কিছু খোলামেলা কথাও বলেছিলেন তিনি ক্লাব বিশ্বকাপ জয়ের পর৷ অন্যান্য ঘটনার সাথে হয়তো সেসব কিছুই কাল হয়েছে বেনিটেজের জন্য৷

আবুধাবির মাঠে মাজেম্বেকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে ইন্টার মিলান৷ এরপরই শনিবার সাংবাদিকদের বেনিটেজ বলেছিলেন, ‘‘প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু আমি ক্লাবের কাছে আরো সহযোগিতা এবং সম্মান চাই৷ তারা আমার সাথে গ্রীষ্মে যেসব ইতিবাচক পদক্ষেপের কথা দিয়েছিল সেগুলো পূরণ করেনি, ফলে এটা খুব সহজ নয়৷'' ক্লাবের বেশ কিছু শীর্ষ খেলোয়াড়ের বয়স ৩০ পেরিয়ে যাচ্ছে - এদিকে ইঙ্গিত করে বেনিটেজ বলেছিলেন, ‘‘তিনটি পথ খোলা রয়েছে৷ প্রথম পথটি হলো, চার থেকে পাঁচ জন নতুন খেলোয়াড় এনে দলকে আরো শক্তিশালী করা৷ দ্বিতীয়টি হলো, কোন প্রকল্প কিংবা পরিকল্পনা ছাড়াই যেভাবে আছে দলকে সেভাবেই রেখে মে পর্যন্ত চলা৷ নতুবা তৃতীয় পথ হচ্ছে আমার এজেন্ট-এর সাথে কথা বলা৷''

তৃতীয় পথের কথা বলে তিনি বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন যে ক্লাব যদি তাঁর প্রতি সন্তুষ্ট না থাকেন তাহলে তারা কোন নতুন ব্যক্তিকে বেছে নিতে পারে৷ এক্ষেত্রে তিনি আরো জোর দিয়ে বলেছিলেন, ‘‘ক্লাবের সাথে আমার সম্পর্ক ভালো৷ কিন্তু ফুটবলে আমার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং আমি শ্রদ্ধা ও সহযোগিতা চাই৷'' যাহোক শেষ পর্যন্ত ইটালিয়ান সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে দলের সাফল্যের জন্য বেনিটেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইন্টার ঘোষণা করেছে বেনিটেজের বিদায়ের কথা৷

৬৬ বছর বয়সি শিল্পপতি প্রেসিডেন্ট মোরাটি বললেন, ‘‘বেনিটেজের সাথে সম্পর্কচ্ছেদ করতে হলো সেজন্য আমি দুঃখিত৷ কিন্তু এটা খুব অবশ্যম্ভাবী ছিল৷'' বিদায়ের দিনে খুব বেশি কথা না বলে বেনিটেজ বলেছেন, ‘‘এতো বড় ক্লাব ছেড়ে যাচ্ছি সেজন্য আমি দুঃখিত এবং আমি ভবিষ্যতে এই ক্লাবের সার্বিক সাফল্য কামনা করি৷'' শোনা যাচ্ছে, বেনিটেজের স্থান পূরণে এগিয়ে আসছেন সাবেক এসি মিলান কোচ ব্রাজিলীয় লিওনার্দো৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান