1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্ডিয়ান গ্রঁ প্রি-র আয়োজকের পদত্যাগ

২৪ জানুয়ারি ২০১১

আগামী ৩০শে অক্টোবর প্রথমবারের মত ভারত আয়োজন করতে যাচ্ছে ফর্মুলা ওয়ান রেস – ইন্ডিয়ান গ্রঁ প্রি৷ আর ঠিক এই সময়েই পদত্যাগ করলেন প্রধান আয়োজক মার্ক হিউজ৷

https://p.dw.com/p/101bQ
ছবি: AP

জেইপি গ্রুপ প্রমোটারের মুখপাত্র সমীর কুমার বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘‘মার্ক হিউজ আমাদের সঙ্গে আর কাজ করছেন না৷ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন৷'' ঠিক কী কারণে মার্ক হিউজ পদত্যাগ করেছেন তা এখনো স্পষ্ট নয়৷

মার্ক হিউজের দায়িত্ব পালন করছেন আজহার ঘাজালি৷ এর আগে তিনি মালয়শিয়ায় সেপাং-এ গ্রঁ প্রি আয়োজকদের মধ্যে ছিলেন৷ সমীর কুমার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,‘‘আজহার ঘাজালি অত্যন্ত দক্ষ একজন লোক৷ মার্ক হিউজ যা করেছেন বা করতেন আজহার ঘাজালি তার চেয়েও ভালমত কাজ করতে পারবেন৷''

নতুন দিল্লীর অদূরে গ্রেটার নয়ডা-য় তৈরি করা হচ্ছে ফর্মুলা ওয়ানের সার্কিট৷ সার্কিটটি ৫.১৪ কিলোমিটার দীর্ঘ৷ খরচ পড়বে আনুমানিক ৩৫০ মিলিয়ন ইউরো৷ প্রায় আড়াই হাজার একর জমির ওপর তৈরি করা হচ্ছে এই সার্কিট৷ জার্মান স্থপতি হ্যারমান টিলকেও দায়িত্বে রয়েছেন সার্কিট তৈরির৷

অস্ট্রেলিয়া ওপেন

ভীষণভাবে জমে উঠেছে অস্ট্রেলিয়ান ওপেন৷ চতুর্থ রাউন্ডে মহিলা এককে এখনো টিকে রয়েছেন বিশ্ব ব়্যাকিং-য়ে ২৫ নম্বর পেট্রা ভিটোভা, দুই নম্বর ভেরা ভোনারেভা এবং বারো নম্বর আগ্নিয়েশ্কা রাডওয়ানস্কা৷

পুরুষদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্ব ব়্যাকিং-এ ৫ নম্বর এ্যান্ডি মারে, আলেকজান্ডার ডোলগোপলোভ এবং সাত নম্বর ডেভিড ফেরের৷ আগামী খেলায় ফেরের খেলবেন রাফায়েল নাদালের বিপক্ষে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী