1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভটিজিং থেকে ডিজিটাল নকল

Arun Chowdhury৩১ অক্টোবর ২০১০

বাংলাদেশের পত্রপত্রিকাগুলোর শুধু শিরোনামই নয়, ভিতরের খবর: বৈমানিক ধর্মঘটের অন্ত, চাঁপা রানী হত্যাকাণ্ড সম্পর্কে শিক্ষামন্ত্রীর মন্তব্য এবং অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল নকলের কাহিনী৷

https://p.dw.com/p/PukC
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মিটে গেল বিমান ধর্মঘটছবি: picture alliance/dpa

প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকেই বৈমানিক ধর্মঘটের নিষ্পত্তি হয়ে গেল৷ হবে না'ই বা কেন৷ শনিবার গণভবনে বৈমানিকদের সঙ্গে প্রায় পৌনে দু'ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যুগান্তরের খবর অনুযায়ী বৈমানিকরা নাকি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনার কাছে পৌঁছনোর জন্যই এ' আন্দোলন'৷ তারা যা'তে প্রধানমন্ত্রীর দেখা না পান, সেজন্য নাকি একটি মহল সক্রিয় ছিল৷ ইত্তেফাক সহ একাধিক পত্রিকার খবর অনুযায়ী বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশন অথবা বাপা'র সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসিত মাহতাব বলেছেন, যে তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে মনে হয়েছিল, যেন তাঁরা মায়ের সঙ্গে কথা বলছেন৷

তবে প্রধানমন্ত্রী কড়া কথাও বলেছেন৷ হজের মরশুমে আন্দোলনের জন্য নাকি অসন্তোষ প্রকাশ করেছেন, লিখছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ আলোচনা না করে আদালতে যাওয়ারও সমালোচনা করেছেন, জানাচ্ছে যুগান্তর৷

ধর্মঘটের পটভূমি

ঠিক নতুন কিছু নয়৷ তা'হলেও ইত্তেফাকে রয়েছে পাইলটদের অবসর নেওয়ার বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্তের ইতিবৃত্ত, যা থেকে ২০ জন সিনিয়র পাইলটের লাভবান হওয়ার সম্ভাবনা, কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র পাইলটরা ক্ষুব্ধ৷ - ওদিকে জনকণ্ঠ লিখছে, হজ ফ্লাইট পরিচালনার জন্য ২৬ বছরের পুরনো উড়োজাহাজ লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ থেকেই নাকি পাইলট ধর্মঘটের সূত্রপাত৷ এই লিজ নিয়ে নাকি বছরের পর বছর কমিশন বাণিজ্য চলেছে৷ এ'বছর বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটনমন্ত্রী নিয়ম অনুযায়ী ২০ বছরের বেশি পুরনো উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনার বিরোধিতা করেন৷ ওদিকে সংসদীয় কমিটির কয়েকজন সদস্য এবং বিমানের কয়েক কর্মকর্তা নাকি ২৬ বছরের পুরনো উড়োজাহাজগুলো লিজ নিতে মরিয়া ছিলেন৷ এ'সবই জনকণ্ঠের খবর৷

চাঁপা রানী হত্যাকাণ্ড

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ স্বয়ং চাঁপা রানীর বাড়িতে গিয়ে তার স্বামী এবং চার মেয়েকে বলেছেন, ‘এ ঘটনার সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই৷ তবে আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা দিতে চাই৷' প্রথম আলো আরো জানাচ্ছে, শিক্ষামন্ত্রী বলেছেন, মেয়েরা বখাটেদের ভয়ে ঘরে বসে থাকলে দেশের অপূরণীয় ক্ষতি হবে৷ জনকণ্ঠ একটি বিশেষ প্রতিবেদনে ইভটিজিং'এর কার্যকারণ নিয়ে আলোচনা করেছে৷ শিরোনাম: ‘বেকারত্ব, সুস্থ বিনোদনের অভাব ও রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া বখাটে'৷

মোবাইল মেসেজে নকল

মিডিয়া এই নব্য জালিয়াতির কোনো লেবেল খুঁজছে, কি বলা যায় এ'কে৷ জনকণ্ঠ লিখেছে ‘ডিজিটাল প্রতারণা'৷ কিন্তু কালের কণ্ঠের শিরোনামে তা ‘ডিজিটাল নকল'৷ তবে একটা প্রচ্ছন্ন বিষ্ময়ও আছে৷ কালের কণ্ঠের ভাষায়: ‘এত মেধা অপকর্মে'? ডিজিটাল নকলবাজির উদ্ভাবক সোহেল রানা নাকি বলেছে, তার ইচ্ছা ছিল প্রকৌশলী হবার৷ কিন্তু সুযোগ না পাওয়ায় তাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হয়৷ এ'ও তো এক ধরণের অপচয়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়