1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদী ব্লগার

১৪ মে ২০১২

সামাজিক বিভিন্ন ইস্যুতে বাংলা ব্লগারদের অংশগ্রহণ ব্যাপক বাড়ছে৷ সম্প্রতি ঢাকায় একটি ইভ টিজিং-এর ঘটনায় সোচ্চার ব্লগাররা৷ এক প্রতিবাদী ব্লগারকে পাশে নিয়ে চলছে তাদের আন্দোলন৷

https://p.dw.com/p/14vCd
ছবি: picture-alliance/dpa

‘‘ঠিক এই মূহূর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...''৷ সাদামাটা এই শিরোনামের পেছনের ঘটনাটি খুবই বিব্রতকর৷ ঢাকার ধানমন্ডি এলাকায় কয়েকদিন আগে জনসমক্ষে এক তরুণীর পোশাক ধরে টান দেয় একদল তরুণ৷ সেই ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানান একজন ব্লগার এবং ফলশ্রুতিতে তাঁর উপর নির্মম নির্যাতন চালায় সেখানে থাকা উচ্ছৃঙ্খল তরুণরা৷ কিন্তু সাধারণ মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করলেও প্রতিবাদী ব্লগারকে রক্ষা এগিয়ে আসে নি কেউ৷

‘সর্বনাশা' ছদ্মনামের এই ব্লগার এই ঘটনা প্রকাশ করেন ইন্টারনেটে৷ সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের কাছে সাহায্য চান তিনি৷ বলাবাহুল্য, মুহূর্তের মধ্যে বাংলা ইন্টারনেট দুনিয়ায় সর্বনাশা'র নিবন্ধটি ছড়িয়ে পড়ে৷ সোমবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, একত্রিশ হাজারবার এই নিবন্ধটি পড়া হয়েছে, ৮ হাজার বার এটি ফেসবুকে শেয়ার করা হয়েছে এবং ৯১৭টি মন্তব্য রয়েছে নিবন্ধটি সম্পর্কে, শুধু সামহোয়্যার ইন ব্লগ সাইটেই৷

Bildergalerie Kandidaten Bengali best of Blogs BOBs 2012
সামহোয়্যার ইন ব্লগছবি: somewhereinblog.net/blog/realAsifM

ইভটিজিং'এর এই ঘটনায় যেসব তরুণ জড়িত তাদের বিচারের দাবিতে এখন অত্যন্ত তৎপর ব্লগাররা৷ একইসঙ্গে প্রতিবাদী ব্লগারকে তাঁর সাহসিকতার জন্য অভিনন্দন জানিয়েছেন অনেকে৷ ব্লগার মোস্তাক খসরু এই বিষয়ে লিখেছেন, ‘‘আপনি প্রতিবাদ করেছেন, এটাতো সত্যি, তার অর্থ এখনো আমাদের বিবেক মরে যায়নি৷ কিছু হোক আর না হোক৷ প্রতিবাদ হয়েছে৷ এই প্রতিবাদের ধারাবাহিকতা রক্ষা করা গেলেই, সমাজ থেকে নষ্টদের বিদায় নিতে হবে৷ ওরা সংখ্যায় অল্প হলেও আমরা ঐক্যবদ্ধ হতে পারি না বলেই ওরা বার বার এই কাজগুলি র্নিবিগ্নে করে যায়৷''

সামহোয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা জানিয়েছেন, ব্লগারদের প্রতিবাদের ফলে উচ্ছৃঙ্খল তরুণদের খুঁজে বের করতে উদ্যোগী হয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়৷ ঘটনার সময় তরুণরা নিজেদেরকে ধানমন্ডির সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছিল৷ তিনি বলেন, ‘‘গতকালকে (রবিবার) সামহোয়্যার ইন ব্লগ থেকে আমি এবং ব্লগার নিজে এবং ইউল্যাব (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) সবাই একটি বৈঠক করেছিলাম৷ এবং ব্লগারদের পক্ষ থেকে চারটি পয়েন্ট বলা হয়েছে যে এভাবে আমরা এগিয়ে যেতে পারি বিষয়টির তদন্তের জন্য৷ এই চারটি পয়েন্টই ইউল্যাব কর্তৃপক্ষ মেনে নিয়েছেন৷''

বলাবাহুল্য, বাংলাদেশে কমিউনিটি বাংলা ব্লগের সূচনা হয় সামহোয়্যর ইন ব্লগের মাধ্যমে৷ এই প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্লগের সংখ্যা লক্ষাধিক৷ ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা (বব্স)-এর পার্টনার সামহোয়্যার ইন ব্লগ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য