1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকি ফুটবল দলের নতুন কোচ জার্মানির সিডকা

১০ আগস্ট ২০১০

ইরাকি জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিলেন জার্মান কোচ ভল্ফগাঙ সিডকা৷ ভ্যার্ডার ব্রেমেন এর সাবেক ম্যানেজার সিডকা ইরাকি দলের সাথে চুক্তি স্বাক্ষর করেন সোমবার৷ এক বছরের জন্য সিডকা পাবেন পাঁচ লাখ ডলার৷

https://p.dw.com/p/OgRq
Wolfgang Sidka, Germany, Iraq, Football, Coach, ইরাকি, ফুটবল, কোচ, ভল্ফগাঙ সিডকা,
ইরাকি ফুটবল দলের নতুন কোচ ভল্ফগাঙ সিডকাছবি: picture-alliance/dpa

ইরাকের উত্তরাঞ্চলের শহর আর্বিলে সাংবাদিক সম্মেলনে এই চুক্তির কথা প্রকাশ করেন ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হুসাইন সাঈদ৷ আগামী মাসেই নতুন দলের প্রশিক্ষণ শুরু করবেন সিডকা৷ সিডকার সামনে প্রথম দায়িত্ব এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ইরাকের শিরোপা ধরে রাখা৷ আগামী বছরই কাতারে শিরোপার জন্য লড়বে ইরাক৷ ইরাকের সাথে একই গ্রুপে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং উত্তর কোরিয়া৷

উল্লেখ্য, ২০০৭ এর এশিয়া কাপে শিরোপা জয়ের গৌরব ধরে রাখতে চায় যুদ্ধ বিধ্বস্ত ইরাক৷ তবে এশিয়া কাপ জয়ের পর বেশ কঠিন সময় পার করেছে দলটি৷ ২০০৯ এর কনফেডারেশন্স কাপে তেমন কোন সাফল্য ভাগ্যে জোটেনি ইরাকিদের৷ এছাড়া দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আসরে খেলারও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তারা৷ ফলে শেষ পর্যন্ত সার্বীয় কোচ বোরা মিলাটিনোভিচের কাঁধ থেকে দলের ভার আসল সিডকার কাঁধে৷ তবে ইরাকি দলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সিডকাই প্রথম জার্মান নন৷ ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক অভিযানের সময়ও ইরাকি দলের পরিচালনায় ছিলেন অপর জার্মান কোচ ব্যার্ন্ড শ্টাঙে৷

সোমবার দায়িত্ব গ্রহণের পর সিডকা বললেন, ‘‘ইরাকি দলের সাথে আমার অভিযান খুব সহজ হবে না৷ কেননা এশিয়া কাপের সময় দলকে পথ দেখানোর দায়িত্বটা আমাকেই পালন করতে হচ্ছে৷ তাই তাদের একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন