1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকের কাছে ঘাঁটি হস্তান্তর করল মার্কিন সেনা

২৩ আগস্ট ২০২০

ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধের জন্য বাগদাদের কাছে স্থাপিত একটি ঘাঁটি ইরাকিদের হাতে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট৷ গত কয়েক মাসে এ নিয়ে দেশটির আটটি সামরিক ঘাঁটি হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/3hN5Z
ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধের জন্য বাগদাদের কাছে স্থাপিত একটি ঘাঁটি ইরাকিদের হাতে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট৷ গত কয়েক মাসে এ নিয়ে দেশটির আটটি সামরিক ঘাঁটি হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র৷
ছবি: Getty Images/J. Moore

রোববার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে খবরটি নিশ্চিত করেছেন দেশটির জয়েন্ট অপারেশন্স কমান্ড এর মুখপাত্র তাহসিন আল-খাফাজি৷  যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সামরিক সদস্যরা ইরাকে সৈন্যদের প্রশিক্ষণে ক্যাম্প তাজি নামে পরিচিত ঘাঁটিটি ব্যবহার করে আসছিল৷ শুধু এটি নয় নির্ধারিত সময়সীমার মধ্যে অন্য ক্যাম্পগুলোও তারা হস্তান্তর করবে বলে উল্লেখ করেছেন তাহসিন আল-খাফাজি, যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু তিনি বলেননি৷

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েক বছর ধরেই স্থানীয় বাহিনীগুলোকে সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট৷ সিরিয়ায় আইএসকে পরাজিত করা কুর্দি বাহিনীকেও সমর্থন যোগাচ্ছে তারা৷ এক্ষেত্রে যে ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছিল তার মধ্যে অন্যতম ছিল তাজি ক্যাম্প৷ বাগদাদের ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই সামরিক স্থাপনা বেশ কয়েকবার ইরান সমর্থিত জঙ্গিদের হামলার শিকার হয়েছে৷

জানুয়ারিতে ইরাকে বিমান হামলা চালিয়ে ইরানের জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র৷ এই ঘটনার প্রতিক্রিয়ায় দেশটি থেকে সমস্ত বিদেশি বাহিনী হটানোরএকটি প্রস্তাব পাশ করে ইরাকের সংসদ৷ পরবর্তীতে সৈন্য হ্রাসে একটি চুক্তি হয় বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যেও৷

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি শুক্রবার জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে ইরাক থেকে সব সৈন্য সরিয়ে নিবে যুক্তরাষ্ট্র৷

এফএস/জেডএ (রয়টার্স, ডিপিএ)

ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য