1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে সাত ব্যক্তি নিহত

৬ মার্চ ২০১০

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে নাজাফ শহরে শনিবার সকালে এক গাড়ি বোমা বিস্ফোরণে সাত ব্যক্তি নিহত এবং কমপক্ষে ৫৪ জন আহত হয়েছে৷ ইরাকে সংসদীয় নির্বাচনের মাত্র একদিন আগে এই ঘটনা ঘটলো৷

https://p.dw.com/p/MM2m
ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণছবি: AP

একটি নিরাপত্তা সূত্র জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে জানায়, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি একটি গ্যারেজে পার্ক করা ছিল যেখানে ছিল বেশ কয়েকটি পর্যটন বাস ইরানি তীর্থযাত্রীদের নাজাফ শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইরাকের পবিত্রতম ইমাম আলি বিন আবি তালিব তীর্থস্থানে নিয়ে যাওয়ার জন্য৷ গাড়িটি বিস্ফোরিত হয় এবং সাত ব্যক্তি মারা যায় ৷ এদের মধ্যে চার জন হল ইরানি তীর্থযাত্রী ৷ ৩৭ জন ইরানি সহ ৫৪ ব্যক্তি আহত হয়৷ চারটি বাস অগ্নিদগ্ধ হয়৷ আহতদের মধ্যে সতেরো জন ইরাকিও রয়েছে৷ উল্লেখ্য যে, প্রতি বছর এই তীর্থ কেন্দ্রে সমবেত হন লক্ষ লক্ষ ইরাকি ও ইরানী তীর্থযাত্রী৷ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হওয়া সত্বেও হতাহতের এই ঘটনা ঘটলো৷

ইরাকে সংসদীয় নির্বাচনের আগে গত কয়েকদিনের প্রচারাভিযানে ৪৯ ব্যক্তি মারা গেছে৷ সুন্নিপন্থী ইসলামি উগ্রপন্থীরা নির্বাচনটি বাঞ্চাল করার জন্য অঙ্গীকার করেছে৷ তারা নির্বাচনে ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে৷ অথচ রবিবারের নির্বাচনটি হল ইরাকের তরুণ গণতন্ত্রের জন্য একটা টেস্ট৷ দু হাজার এগারো সালে মার্কিন সৈন্যের পরিকল্পিত প্রত্যাহারের পর দেশটি সহিংসতা ছাড়া পরিচালিত হতে পারবে কিনা নির্বাচনটি সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে৷ অর্থাৎ ইরাকের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই নির্বাচনে৷ নির্বাচনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই নির্বাচনের আগে দেশটি সবকিছুর ওপর কড়া নজর রাখছে৷ পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ স্টিফেন বিডল ইরাকে সাম্প্রকিতম আত্মঘাতি বোমা হামলার পরিপ্রেক্ষিতে বলেন, আমার মনে হয় পরিস্থিতি হতাশাব্যঞ্জক নয়৷ অনেকের ধারণা ইরাক আবারো দু হাজার পাঁচ, দু হাজার ছয় সালের মত যুদ্ধাবস্থায় ফিরে আসবে৷ কিন্তু আমি নিরাশ নই৷

জাতিসংঘের মহাসচিব বান কি মুন নির্বাচনে ভোট দেয়ার জন্য সকল ইরাকির প্রতি আহ্বান জানিয়েছেন৷ নির্বাচনে স্পষ্ট কোন বিজয়ী বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে না৷ ফলাফল প্রকাশিত হতে বেশ কয়েকদিন লাগবে বলে ধারণা করা হচ্ছে৷ নির্বাচনে ছয় হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভোট দেবে এক কোটি নব্বই লাখ ভোটার৷ খোলা হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি নির্বাচনী বুথ৷

প্রতিবেদক : আবদুস সাত্তার

সম্পাদনা : জাহিদুল হক