1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাকে সিরিজ আত্মঘাতী বোমা হামলা

৫ এপ্রিল ২০১০

একের পর এক বোমা হামলায় রক্তাক্ত গোটা ইরাক৷ সোমবার এক ভয়াবহ সিরিজ বোমা হামলায় বাগদাদে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ জন৷ আহত হয়েছে দুই শতাধিক৷

https://p.dw.com/p/MnDh
ছবি: AP

বার্তা সংস্থাগুলোর খবর থেকে জানা গেছে সোমবার বাগদাদের কেন্দ্রে বিভিন্ন দূতাবাসকে লক্ষ্য করে তিনটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়৷ একটির পর একটি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাগদাদ নগরী৷ জার্মানি, ইরান ও মিশরের দূতাবাসের সামনে এই বোমা হামলা চালানো হয় বলে জানা গেছে৷ জার্মান দূতাবাসের এক নিরাপত্তা কর্মি বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়৷ বোমার আঘাতে ইরানি দূতাবাসের প্রধান প্রবেশদ্বার উড়ে গেছে৷ বাগদাদের নিরাপত্তা বিভাগের মুখপাত্র কাসিম আল মুসাওয়ি জানান, আত্মঘাতী বোমা হামলাকারী তার গাড়ি নিয়ে মিশর দূতাবাসের দেয়ালে আঘাত হানে৷ বোমার আঘাতে ১০ ফুট গভীর গর্ত হয়ে গেছে৷ নিরাপত্তা কর্মিরা গুলি করে তাকে হত্যা করার আগেই সে বোমাটিতে বিস্ফোরণ ঘটায়৷ একই ঘটনা ঘটেছে ইরানি দূতাবাসেও৷ বোমা বিস্ফোরণের প্রচন্ডতায় আশেপাশের প্রায় ৩০ টি গাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে বার্তা সংস্থাগুলোর খবর থেকে৷ এদিকে কাসিম আল মুসাওয়ি জানিয়েছেন, বাগদাদের কেন্দ্রের আল মাসবাহ এলাকায় আরও একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার চেষ্টা চালানো হয়৷ তবে নিরাপত্তা কর্মিরা হামলাকারীকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং গাড়ি বোমাটি নিষ্ক্রিয় করে দেয়৷

Irak / Bagdad / Anschlag
ছবি: AP

এর আগে গত তিনদিন ধরে একের পর এক হামলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা ইরাকে৷ শনিবার বাগদাদের দক্ষিণের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে ২৪ জন ব্যক্তি প্রাণ হারায়৷ শনিবার রাতে ও রোববার বাগদাদের গ্রিন জোনে একের পর এক মর্টারের গোলা এসে আঘাত হানে৷ গত ৭ মার্চের নির্বাচনের পর বিশেষজ্ঞরা নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কা ব্যক্ত করেছিলেন৷ নির্বাচনে আয়াদ আলাওয়ির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট প্রধানমন্ত্রী নুরি আল মালিকির জোটের চেয়ে দুটি বেশি আসন পেয়েছে৷ উল্লেখ্য, বিগত ২০০৫ সালের নির্বাচনের পরও একের পর এক সহিংস ঘটনা ঘটেছিল বাগদাদ জুড়ে৷

এদিকে সোমবারের নৃশংস বোমা হামলার নিন্দা জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ একইভাবে নিন্দা জানিয়েছেন ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটন৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়