1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি

১০ জানুয়ারি ২০১১

ইরানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৭২ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন৷ রাজধানী তেহরান থেকে বিমানটি উত্তরপশ্চিমাঞ্চলের ওরুমিয়ে শহরে যাচ্ছিল৷

https://p.dw.com/p/zvbX
ইরানের একটি যাত্রীবাহী উড়োজাহাজছবি: picture-alliance/dpa

বিমানটি কীভাবে ভেঙে পড়লো?

বিমানটি আসলে আকাশে থাকতে বিস্ফোরিত হয়েছে নাকি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়েছে সেই ব্যাপারে এখনও সুনির্দিষ্ট কোন বক্তব্য আসেনি কর্তৃপক্ষের পক্ষ থেকে৷ তবে দুর্ঘটনার পরপর সরকারি টেলিভিশনে যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে তাতে দেখা গেছে বিমানটি কয়েক টুকরো হয়ে গেছে৷ এছাড়া বিভিন্ন বার্তা সংস্থাগুলোর খবর থেকে যা জানা গেছে, তা হলো আকাশে থাকতেই বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়, ফলে জরুরি অবতরণ কালে বিমানটি দুর্ঘটনায় পড়ে৷ গন্তব্যস্থল ওরুমিয়ে শহরের বিমানবন্দরে অবতরণের ১০ মিনিট আগে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স৷

সংখ্যা নিয়ে বিভ্রান্তি

এদিকে নিহতদের সংখ্যা কত তা নিয়ে এখনও একাধিক বক্তব্য পাওয়া যাচ্ছে৷ তাছাড়া বিমানটিতে কতজন ছিল সেটা নিয়েও সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না৷ ইরানের রেড ক্রিসেন্টের প্রধান মাহমুদ মোজাফার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে বিমানটিতে মোট ১০৬ জন মানুষ ছিল৷ এদের মধ্যে ৯৪ জন যাত্রী এবং ১২ জন ক্রু৷ তবে জানা গেছে, বিমানটিতে দুই বাচ্চা এবং এক শিশু থাকায় তাদেরও যাত্রী হিসেবে ধরা হয়েছে কিনা সেই কারণে সংখ্যা নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ অন্যদিকে নিহতের সংখ্যা কমপক্ষে ৭০ বলে নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত৷ তবে সংশ্লিষ্টরা আশংকা করছেন যে এই সংখ্যা আরও বাড়তে পারে৷

মার্কিন নিষেধাজ্ঞার মাসুল দিচ্ছে যাত্রীরা

ইরানে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটার খবর পাওয়া যায়৷ এর আগে গত বছরের জুলাই মাসে কাজভিন শহরে একটি বিমান দুর্ঘটনা ঘটে, যাতে প্রাণ হারায় ১৬৮ জন মানুষ৷ এত ঘন ঘন বিমান দুর্ঘটনার কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে, ইরানের বিমান সংস্থাগুলোর উড়োজাহাজগুলো৷ বেশিরভাগ উড়োজাহাজই অনেক পুরনো এবং বহু ব্যবহারে জীর্ণশীর্ণ৷ উন্নত দেশের আধুনিক বিমান সংস্থাগুলোর উড়োজাহাজের সঙ্গে পাল্লা দেওয়ার মত সামর্থ্য ইরানের উড়োজাহাজগুলোর নেই৷ তার ওপর রয়েছে ইরানের ওপর নিষেধাজ্ঞা৷ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কোন উড়োজাহাজ কিনতে পারেনা৷ এমনকি উড়োজাহাজ মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশ কেনারও সুযোগ নেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে৷ যার ফলে কয়েকদিন পরপরই ইরানের যাত্রীবাহী বিমানগুলো দুর্ঘটনায় পড়ে আর প্রাণ হারায় নিরীহ জনগণ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়