1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ইরান সংকটের প্রভাব

৬ জানুয়ারি ২০২০

শিয়া আর সুন্নি প্রশ্নে গোটা মুসলিম বিশ্বই দুইভাগে বিভক্ত৷ তবে ব্যতিক্রম বাংলাদেশ৷ মোটা দাগে এই দেশের মুসলমানদের মধ্যে শিয়া-সুন্নি সংঘাতের কোনো উদাহরণ নেই৷

https://p.dw.com/p/3Vlum
Iran Hunderttausende bei Trauerzeremonien für getöteten General Soleimani
ছবি: Reuters/WANA/N. Tabatabaee

ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ এক সঙ্কটের মুখোমুখি৷ বাজছে যুদ্ধের দামামা৷ প্রতিনিয়তই পরিস্থিতির পরিবর্তন ঘটছে৷ এর মধ্যে ইসরায়েল, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মতো করে এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছে৷ শুধু চুপ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই৷ হামলাটি ইরাকে হয়েছে, স্বভাবতই সেই দেশটি নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে৷ কিন্তু বাকিরা?

মধ্যপ্রাচ্যের দেশগুলো বরাবরই শিয়া-সুন্নি ইস্যুতে বিভক্ত থেকেছে, এ নিয়ে প্রতিনিয়ত তাদের রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটে৷  বিশ্বের দেড়শো কোটি মুসলমানের মধ্যে ৮৫-৯০ ভাগ সুন্নি সম্প্রদায়ের বলে ধরে নেয়া হয়৷ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মিশর, জডার্ন আর সৌদি আরবে সুন্নিদের হার নব্বইভাগের মতো৷ অন্যদিকে ইরান, ইরাক, বাহরাইন, আজারবাইজান আর ইয়েমেনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ৷ সোলেইমানির হত্যাকাণ্ড এইসব দেশের শিয়া-সুন্নি বিভেদকে আরেকদফা উসকে দেয়ার সম্ভাবনা আছে৷ কেননা কাসেম সোলেইমানি মধ্যপ্রাচ্যজুড়ে শিয়াদের নতুন প্রভাববলয় তৈরিতে ভূমিকা রেখেছেন৷ বিভিন্ন দেশের শিয়াগোষ্ঠীকে সামরিক সহায়তা দেয়া থেকে শুরু করে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরানের পক্ষ থেকে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন৷

সাবেক সিআইএ অ্যানালিস্ট কেনেথ পোলাক টাইম ম্যাগাজিনে সোলেইমানি সম্পর্কে লিখেছেন, ‘‘মধ্যপ্রাচ্যের শিয়াদের কাছে কাসিম সোলেইমানি একাধারে জেমস বন্ড, আরউইন রোমেল এবং লেডি গাগার সম্মিলিত এক চরিত্র৷'' ঠিক একই কারণে তিনি সুন্নিদের কাছে অপ্রিয়৷ তার হত্যাকাণ্ড নিয়ে তৈরি হওয়া সঙ্কট মধ্যপ্রাচ্যের মুসলিমদের দুই সম্প্রদায়ের বিভেদকে তাই আরো নাজুক করে তোলার সম্ভাবনা রয়েছে৷ এই প্রভাব কি বাংলাদেশে পড়বে?

বাংলাপিডিয়ার তথ্য বলছে, এই অঞ্চলে শিয়া মতবাদ প্রচারিত হয় সতেরো শতকের প্রথম ভাগে পারস্যের বনিক ও পর্যটকদের মাধ্যমে৷ গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমানে বাংলাদেশে শিয়াদের সংখ্যা দশ লাখের মতো৷ এরমধ্যে ঢাকায় বাস করেন দুই লাখ৷ আপাতদৃষ্টিতে দেশে শিয়া আর সুন্নিদের মধ্যে কোনো বিভেদ নেই৷

DW-Mitarbeiter Porträt Faisal Ahmed
ফয়সাল শোভন, ডয়চে ভেলেছবি: Masum Billah

আশুরায় ঢাকার বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষে তাদের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল করে আসছে বছরে পর বছর ধরে৷ যা নিয়ে উৎসাহ থাকে অনেক সুন্নির মধ্যেও৷ ২০১৫ সালে অবশ্য একটি অপ্রীতিকর ঘটনা ঘটে৷ সেবার বোমা হামলায় নিহত হয়েছিলেন একজন৷ কিন্তু দেশের শিয়া-সুন্নির সম্প্রীতির সম্পর্কে তার কোনো নেতিবাচক প্রভাব পড়েনি৷

পাকিস্তান, আফগানিস্তান এমনকি ইন্দোনেশিয়াতেও শিয়ারা সুন্নিদের দমন পীড়নের শিকার হয়েছে এবং এখনও হচ্ছে৷ বৈশ্বিক পরিমণ্ডলে এসব সংঘাতের তিক্ততায় বাংলাদেশের মানুষ আগে যখন জড়ায়নি, সামনেও জড়াবে না এমনটাই প্রত্যাশা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য