1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি

৪ জুলাই ২০২১

পশ্চিম তীরে শনিবার ইসরায়েলি বাহিনীর হাতে ২০ বছরের এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন৷ স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে৷ ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষের ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3w0NO
পশ্চিম তীরের দখলকৃত হেব্রন শহরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত চলাকালে ইসরায়েলি বাহিনীর দুই সদস্য৷ ছবিটি ২৪ এপ্রিলের৷ ছবি: Hazem Bader/AFP

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বাড়ির ছাদে অবস্থানরত এক তরুণ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান৷ ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ ফরিদ হাসান জানিয়েছেন, নিহত তরুণ নাবলুসের কাছের শহর কুসরার বাসিন্দা৷এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন৷ ইসরায়েলের সামরিক বাহিনী সেখানে হতাহতের তথ্য নিশ্চিত না করলেও দাবি করেছে এক ব্যক্তি বাড়ির ছাদ থেকে থেকে তাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে প্রতিক্রিয়ায় সৈন্যরা তার দিকে গুলি ছোঁড়ে৷

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কুসরায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘাতের ঘটনা ঘটে৷ দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে৷

আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রায়ই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে আসছে৷ ২৮ লাখ জনগোষ্ঠীর ফিলিস্তিনিদের বিপরীতে অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদি বসবাস করছেন৷

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এর সরকার নাবলুসের এভিয়াটার বসতি থেকে ইহুদিদের জোরপূর্বক তুলে দেয়ার পর শুক্রবার সংঘাতের সূচনা ঘটে৷ সেটি দখল করে সামরিক ঘাঁটি তৈরির নতুন পরিকল্পনা করেছে ইসরায়েল সরকার৷

গাজায় বিমান হামলা

উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাজাতেও৷ শনিবার সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ দেশটির সামরিক বাহিনীর দাবি সেখান থেকে আগ্নেয় বেলুন ছোঁড়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়৷ এর আগে এমন বেলুন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

গত মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যুদ্ধে ২৫০ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি প্রাণ হারিয়েছিলেন৷ ২১ মে দুই পক্ষের অস্ত্রবিরতির মধ্যে এই যুদ্ধের অবসান হয়

এফএস/এসএস (এপি, এফপি, রয়টার্স)

৬ জুনের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান