1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের দুঃখপ্রকাশ ‘গ্রহণযোগ্য’ নয় : ফিলিস্তিনি কর্তৃপক্ষ

১১ মার্চ ২০১০

অধিকৃত এলাকায় বসতি সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের জনকল্যাণমন্ত্রী৷ কিন্তু তারপরও, ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম আলোচনা বন্ধ করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন৷

https://p.dw.com/p/MQX8
হামাস নেতা ইসমাইল হানিয়াছবি: AP

বৃহস্পতিবার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ইসমাইল হানিয়া জানান, ইসরায়েল ইহুদি বসতি সম্প্রসারণ আবারো জোরদার করলে, এহেন দখলদারদের সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষ কোন আলোচনাই আর ‘গ্রহণযোগ্য' নয়৷ এদিকে, আরব লিগের প্রধান আমর মুসা বলেছেন, ‘‘প্যালেস্টাইনের সঙ্গে শান্তি আলোচনা করতে চাইলে ইসরায়েলকে তার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসতে হবে''৷

অন্যদিকে, অধিকৃত পূর্ব-জেরুজালেমে ১,৬০০ নতুন বাড়ি নির্মাণে ইসরায়েলের আঞ্চলিক কাউন্সিলের ঐ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব৷ তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের এ চকিত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘নতুন বসতি নির্মাণের জন্য ইসরায়েলের এহেন একটা সিদ্ধান্ত ইসরায়েল এবং প্যালেস্টানের মধ্যকার আস্থার ওপর নতুন করে আঘাত আনলো''৷

তাই বাইডেন'এর কথায়, ‘‘এর ফলে দু'দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে সমস্যা দেখা দিতে বাধ্য''৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন'এর কথায়, ‘‘এটা সবদিক থেকেই আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী৷'' এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বলে প্রকাশ৷

USA Palästina Israel Nahost Joe Biden Mahmoud Abbas Ramallah
রামাল্লায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন'এর সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসছবি: AP

এখানেই শেষ নয়, ব্রাজিল সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন'এর সফরকালে ইসরায়েলের এ ঘোষণা ‘ভুল সময়ে ভুল পদক্ষেপ''৷ ভেস্টেরভেলের এ মন্তব্যে সায় দেন প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরেকাত৷ একইসময়ে ভেস্টারভেলের ব্রাজিলীয় মিত্র পররাষ্ট্রমন্ত্রী চেলসো আমোরিম বলেন, ‘‘ইসরায়েলের এ সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত হয়েছে ব্রাজিল''৷

তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে দুঃখ প্রকাশ করলেও, আরব লিগের নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘‘ইসরায়েল সিদ্ধান্ত পরিবর্তন না করলে, শান্তি আলোচনায় যোগ দেবেন না প্যালেস্টাইন''৷ অথচ দু'দিন আগেই তিনি বলেছিলেন, ‘‘এ কথাগুলো আমি সরাসরিভাবে ইসরায়েলকে বলতে চাই ৷ আমি বলতে চাই যে, এবার শান্তি স্থাপনের সময় এসেছে৷ সময় এসেছে দ্বিজাতি তত্ত্ব মেনে নেওয়ার''৷

কিন্তু, ইসরায়েলের সাম্প্রতিক ঐ ঘোষণা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের স্বপ্নকে আবারো যে ক্ষতবিক্ষত করে তুলেছে - তা বলাই বাহুল্য৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সঞ্জীব বর্মন