‘ইসলামে যা নিষিদ্ধ তা অবশ্যই ক্ষতিকর' | পাঠক ভাবনা | DW | 20.04.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইসলামে যা নিষিদ্ধ তা অবশ্যই ক্ষতিকর'

পরিমাণমতো গাঁজা সেবন করলে নাকি অনেক উপকার হয়৷ গবেষকদের দেওয়া এই তথ্য অনেক পাঠককে বিভ্রান্ত করেছে৷ অনেকে এ তথ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন, অনেকে আবার ভিন্ন মতও প্রকাশ করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পাঠক রুবেল মনে করেন, নেশা ভালো কিছু দিতে পারে না, নেশা সবসময়ই হারাম৷ আর এ বিষয়ে পাঠক ওসমান গনির মন্তব্য, ‘‘ইসলামে যা নিষিদ্ধ তা অবশ্যই ক্ষতিকর৷''

পাঠক মানিক ব্যানার্জি কিন্তু গাঁজা সেবনে খানিকটা আগ্রহ দেখিয়েছেন৷ তাঁর প্রশ্ন, ‘‘কতবার টানলে উপকার হয়?''

অন্যদিকে বন্ধু কায়সারের মত, ‘‘তাজা গাঁজা যদি সবজি হিসেবে খাওয়া হয়, তাহলে বেশি সমস্যা থাকার কথা না৷'' তবে তিনি গাজা ধূমপান করে খাওয়ার পক্ষে নন৷

গবেষকদের মতে গাঁজা কম খেলে যখন উপকার হয়, তখন পাঠক রাসেল এবার থেকে কম করেই খাবেন৷ ইমতিয়াজ আরমানও প্রায় একই কথা লিখেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

পরিমাণমতো গাঁজা সেবন করলে নাকি অনেক উপকার হয়৷ ডয়চে ভেলে থেকে দেওয়া এই তথ্য পড়ে আমাদের পাঠক অরণ্য আলীম বেশ উদ্বিগ্ন৷ তাঁর ধারণা, এতে নাকি এই প্রজন্মের ছেলেরা গাজা সেবন করতে আরো বেশি উৎসাহ পাবে৷

ডয়চে ভেলের আরেকজন ফেসবুক বন্ধু বিষয়টি আগে থেকেই জানেন৷ আর সে জন্যই তিনি আমাদের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘জানা কথা৷ অনেক দেশেই গাঁজা প্রেসক্রাইবড ওষুধ৷''

গাঁজা খাওয়ার ব্যাপারে দারুণ উৎসাহী হয়ে পাঠক জাওয়াদ রায়হান শুভ তাঁর মতামত জানিয়েছেন৷ লিখেছেন, ‘‘হাইলি ইন্সপায়ার্ড! গাজা খাওয়া শুরু করতে হবে তাহলে৷''

বাবু সরকার বলছেন, নেশার কোনো উপকারিতা নেই৷

পাঠক রাজাও খুবই উৎসাহী৷ ‘‘ওফ, একটা সুখ টান যদি দেওয়া যেত৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন