1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন কবীর সুমন

৮ এপ্রিল ২০১০

তৃণমূল কংগ্রেস এবং সাংসদ পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন কবীর সুমন৷ জানালেন, মহাশ্বেতা দেবীর নির্দেশে, এবং তাঁর নির্বাচনী কেন্দ্রের তৃণমূল কর্মীদের ইচ্ছেতেই তিনি পদত্যাগ করছেন না৷

https://p.dw.com/p/MpoB
মহাশ্বেতা দেবীর নির্দেশেই ইস্তফার সিদ্ধান্ত পাল্টালেন কবীর সুমনছবি: National Book Trust, India

যদিও তৃণমূল নেতৃত্বের কেউ এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি৷ মহাশ্বেতা দেবী সুমন এবং মমতাকে মুখোমুখি বসে বিরোধ মিটিয়ে নেওয়ার যে পরামর্শ দিয়েছেন, তাতেও কোন সাড়া মেলেনি৷ কিন্তু কবীর সুমন জানালেন, তাঁর নির্বাচনী এলাকার কয়েকশো তৃণমূল কর্মী চিঠি লিখে তাঁকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন৷ সেই জনাদেশ মাথায় নিয়ে, এবং তাঁর ‘বিবেকের নেত্রী' মহাশ্বেতা দেবীর নির্দেশ মেনে নিয়ে তিনি পদত্যাগ না করারই সিদ্ধান্ত নিলেন৷

এদিন নিজের বাড়িতে ডাকা এক সাংবাদিক সম্মেলনে সুমন বলেন, তিনি জানেন এরপর কী কী দুর্নাম তাঁর হবে৷ হয়তো বলা হবে তিনি ক্ষমতালোভী, কেউ বলবেন তিনি ওই সাংসদ পদটাই আঁকড়ে থাকতে চান, কেউ হয়তো বলবেন তিনি এরপর দর কষাকষি করে কিছু আদায় করবেন৷ সুমনের বক্তব্য, সময়ই শেষ কথা বলবে৷

এদিকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে পিকেটিং করবেন বামপন্থীরা৷ ডাকঘরও এই অবরোধের আওতায় পড়বে৷ সাধারণ লোকের যে অসুবিধে হতে পারে, বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে আগাম সে কথা জানিয়ে রাখলেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু৷

অন্যদিকে সিটু-র রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী এদিন জানিয়ে দিলেন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৩ এপ্রিল রাজ্যে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা৷ শ্যামলবাবু বলেন, এতদিন মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল বলে তাঁরা আন্দোলনে জাননি৷ ১২ এপ্রিল উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে৷ পর দিন পরিবহণ ধর্মঘট ডেকেছেন তাঁরা৷ প্রায় একই সঙ্গে এদিন ট্যাক্সিচালকদের চারটি সংগঠন ঘোষণা করেছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ট্যাক্সিভাড়া না বাড়ালে ২২ এপ্রিল থেকে লাগাতার ট্যাক্সি ধর্মঘট শুরু হবে৷

অন্যদিকে গরম পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিদ্যুৎ সংকট৷ বুধবার সন্ধ্যায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের ঘাটতির পরিমাণ ছিল ৯৫০ মেগাওয়াট, যার জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল পর্যন্ত বিপর্যস্ত হয়৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই