1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইহুদির ওপর হামলা, দায়ী কিশোর

২৬ জুন ২০১৮

ধর্মীয় টুপি পরার জন্য জার্মানিতে আক্রমণের মুখে পড়েছিলেন এক আরব-ইজরায়েলি ব্যক্তি৷ আক্রমণকারীকে চার সপ্তাহের জন্য বন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত৷ বার্লিনের এই ঘটনায় জার্মানিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷

https://p.dw.com/p/30Jlc
Deutschland | Kippa-Träger mit Gürtel geschlagen - Prozess
ছবি: picture-alliance/dpa/P. Zinken

ধর্ম-জাতিবিদ্বেষের বিরুদ্ধে পথে নেমেছে মানু্ষ৷ ইহুদিদের ধর্মীয় পোশাক কিপা৷ ইহুদি পুরুষরা মাথায় এই ধরনের টুপি পরে থাকেন৷ গত এপ্রিলে ১৯ বছর বয়সি এক সিরীয় তরুণ কিপা পরার জন্য আক্রমণ করে দুই ইহুদিকে৷ তাঁদের সঙ্গে অভব্য আচরণ তো করেই, তারপর মারধরও করে৷ এই অপরাধে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷

জার্মানির ইহুদি কাউন্সিল আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে৷ জার্মানির জাতিবিদ্বেষ বিরোধী কমিশনার ফেলিক্স ক্লাইন এই মামলায় দ্রুত রায় ঘোষণার জন্য সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, যারাই জাতিবিদ্বেষী কাজ করুক না কেন, তাদের আইনের মোকাবিলা করতে হবে৷

আদালতের রায়

বার্লিনের আদালত অপরাধীকে চার সপ্তাহ কিশোরদের জন্য নির্দিষ্ট বন্দি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে৷ যদিও বিচার চলাকালীন ইতিমধ্যেই চার সপ্তাহ অতিক্রান্ত হওয়ায় সিরীয় কিশোরকে মুক্তি দিতে বলা হয়েছে৷ আগামী এক বছর তাকে বিশেষ যত্ন ও নজরদারিতে রাখা হবে৷

কিশোরের অপরাধের পিছনে জাতিবিদ্বেষই রয়েছে, এ কথা স্পষ্টভাবে বলেননি বিচারক৷ তবে তাকে হাউস অফ ওয়ানসি কনফারেন্সে নিয়ে যেতে বলা হয়েছে, যেখানে নাৎসিরা ইউরোপের ইহুদিদের খুনের ছক কষেছিল৷

Adam: 'People just walked by'

দিনের আলোয় হামলা

১৭ এপ্রিল এক আরব-ইজরায়েলি ব্যক্তি ও তাঁর জার্মান-মরক্কো বংশোদ্ভূত বন্ধু বার্লিনের প্রেনন্ৎসলারবার্গ এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ দুজনের মাথাতেই ছিল কিপা৷ হামলার ভিডিওতে দেখা যায়, আক্রমণকারী একজনকে বেল্ট দিয়ে আঘাত করে ‘ইহুদি' বলে চিৎকার করে ওঠে৷ আক্রান্ত ২১ বছরের ইজরায়েলি ব্যক্তি ডয়চে ভেলেকে জানিয়েছেন, তিনি ইহুদি নন৷ বার্লিনে কিপা পরা নিরাপদ কি না সেটা যাচাই করতে তিনি সেটি পরেছিলেন৷

গত বৃহস্পতিবার হামলাকারী কিশোর আদালতকে বলে, সে পথচারীদের ভয় দেখাতে চেয়েছিলো৷ তবে সে আদালতে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘‘আমি ভুল করেছি৷ ওকে আঘাত করা আমার লক্ষ্য ছিল না৷ আমি কেবল ভয় দেখাতে চেয়েছিলাম৷'' কিশোরটি মনে করে, মাদকের আসক্তির কারণে সেএই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে৷ তবে ইহুদিদের প্রতি বিদ্বেষের কারণে হামলা চালায়নি বলে আদালতের কাছে দাবি করেছে সে৷

জাতিবিদ্বেষের বিরুদ্ধে জার্মানিতে প্রতিবাদ

জার্মানির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন৷ বার্লিনসহ জার্মানির বিভিন্ন শহরে জার্মানরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন৷ তাঁরা টুপি পরে বিক্ষোভে শামিল হয়েছেন৷ আক্রান্ত একজনের মাথায় যে টুপি ছিল, সেটিকে জাতিবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনের চিহ্নরূপে বার্লিনের ইহুদি জাদুঘরে রাখা হয়েছে৷

পিএস/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য