1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়াহু এবং ফেসবুকের যৌথ উদ্যোগ শুরু

৮ জুন ২০১০

মানুষকে যতো বেশি সময় ধরে রাখা যায় নিজেদের ওয়েবসাইটে, বিজ্ঞাপন থেকে আয় ততোই বেশি৷ এই সূত্র ধরেই এগিয়ে যাচ্ছে ইয়াহু৷ একের পর এক যোগ দিচ্ছে বিভিন্ন বড় বড় ইন্টারনেট প্রতিষ্ঠানের সাথে যৌথ কার্যক্রমে৷

https://p.dw.com/p/NkYk
ছবি: dpa Zentralbild

ইন্টারনেটের আশেপাশে আনাগোনা আছে এমন কারো কাছে ইয়াহু'র নামটি অজানা নেই৷ ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য এতদিন গুগলের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে ইয়াহু৷ তবে ইয়াহু'র নামটি তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে বিশ্বব্যাপী তাদের বিনামূল্যে ইমেইল সেবার জন্য৷ আর এখন ইয়াহু চায়, ইমেইলের সাথে সাথে মানুষ যেন সহজেই এক জায়গাতেই পেয়ে যায় সংবাদ, খেলাধুলার খবর কিংবা ফ্লিকার থেকে শুরু করে সবকিছু৷ সোমবার থেকে তাই সামাজিক যোগাযোগের বৃহত্তম মাধ্যম ফেসবুকের সাথে যৌথ কার্যক্রম শুরু করল ইয়াহু৷ ফেসবুকের সদস্যরা পেতে শুরু করেছেন ইয়াহু পরিবেশিত যতোসব হালনাগাদ খবর৷

Facebok Logo
ছবি: picture-alliance/ dpa

ইয়াহু'র সামাজিক যোগাযোগ বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক কডি সিমস বলেন, ‘‘দিন দিন আরো বেশি সংখ্যক মানুষ তাদের প্রয়োজনীয় তথ্যসমূহ পাওয়ার জন্য এবং আদান-প্রদানের জন্য সামাজিক নেটওয়ার্কের উপর ভরসা করছে৷'' ‘‘তাই আমরা এখন চেষ্টা করছি মানুষকে তাদের প্রয়োজনের সবকিছুকে একটি সহজ, নির্ভরযোগ্য জায়গায় এনে দিতে, যেখানে তারা তথ্য বিনিময় করবে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে,'' বলেন সিমস৷

ফেসবুকের সাথে জোট বাঁধা সম্পর্কে সিমস বলেন, ‘‘আমরা মনে করি যে, এটা ওয়েব দুনিয়া জুড়েই এর ব্যবহারকারীদের জন্য উপকার নিয়ে আসবে এবং ইয়াহু'র সম্প্রসারণ এবং আরো বেশি পরিধিজুড়ে সম্পৃক্ততা বাড়বে৷'' এর আগে চলতি বছরের শুরুতেই টুইটারের সাথে তাদের অনলাইন পরিবেশনাগুলো অঙ্গীভূতকরণে চুক্তির কথা ঘোষণা করে ইয়াহু৷ এছাড়া ইন্টারনেট ভিত্তিক গেমস একীভূত করার ক্ষেত্রেও জিঙ্গা'র সাথে যৌথ কার্যক্রম রয়েছে ইয়াহু'র৷ শুধু তাই নয়, জুলাই থেকে মাইক্রোসফটের সাথেও দশ বছরের যৌথ উদ্যোগ শুরু করার কথা জানিয়েছে ইয়াহু৷ এই চুক্তির আওতায় নিজেদের সাইটে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ব্যবহার করবে ইয়াহু৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সাগর সরওয়ার