1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের আগে ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক বিশ্বে

৮ সেপ্টেম্বর ২০১০

ইসলাম ধর্মকে ঘিরে একাধিক ঘটনা গোটা বিশ্বে প্রবল বিতর্কের সৃষ্টি করেছে সম্প্রতি৷ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কোরআন পোড়ানোর হুমকির পর, এবার ইরানে শরিয়া আইন অনুযায়ী পাথর ছুঁড়ে এক নারীকে হত্যার ঘোষণা স্থগিত রাখা হয়েছে৷

https://p.dw.com/p/P77a
সাকিনে মহম্মদি আশতিয়ানিছবি: AP

ইরানের নারী সাকিনে'কে পাথর ছুঁড়ে হত্যার রায়কে ঘিরে বিতর্ক

ইরানের এক আদালত ব্যাভিচারের অভিযোগে সাকিনে মহম্মদি আশতিয়ানি'র বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর উপায়ে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছিল৷ ২০০৬ সালে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও পরে তাঁর স্বামীর হত্যার জন্য তাঁকে দায়ী করা হয়েছে৷ পাথর ছুঁড়ে মারার এই বিধানের ফলে গত কয়েক সপ্তাহ ধরে গোটা বিশ্বে প্রবল প্রতিবাদের ঝড় ওঠে৷ ইরানের সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী পাথর ছুঁড়ে মারার বদলে সাকিনে'কে ফাঁসি দেওয়ার কথা ভাবা হচ্ছিল৷ আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত জানিয়েছেন, এই রায় স্থগিত রাখা হয়েছে এবং হত্যার অভিযোগের বিষয়টি নতুন করে তদন্ত করে দেখা হচ্ছে৷ আন্তর্জাতিক স্তরে এই রায়কে ঘিরে প্রবল বিতর্কের জন্য মেহমানপারাস্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন৷

Rom Proteste Sakineh Mohammadi Ashtiani
সাকিনে’কে পাথর ছুঁড়ে মারার বিধানের ফলে বিশ্বে প্রবল প্রতিবাদের ঝড় ওঠেছবি: AP

আন্তর্জাতিক স্তরে ইরানের আদালতের এই রায়কে ঘিরে প্রতিক্রিয়া

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো গতকাল এই রায়কে ‘বর্বরোচিত' হিসেবে বর্ণনা করেছিলেন৷ আজ ইউরোপীয় পার্লামেন্টও প্রায় ঐক্যবদ্ধভাবে ইরানের আদালতের রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে৷ এদিকে ব্রিটেনের ‘টাইমস' সংবাদপত্রে হিজাব ছাড়াই সাকিনে'র এক ছবি প্রকাশিত হওয়ায় তাঁকে ৯৯ বার বেত মারা হয়েছে বলে দাবি করেছেন সাকিনে'র ছেলে সাজ্জাদ৷

Catherine Ashton
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান ক্যাথরিন অ্যাশটনছবি: AP

নাইন-ইলেভেন উপলক্ষ্যে কোরআন পোড়ানোর পরিকল্পনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ফ্লোরিডার গির্জায় কোরআন পোড়ানোর পরিকল্পনার তীব্র নিন্দা করেছেন৷ এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, এই পরিকল্পনা অ্যামেরিকার মূল্যবোধের বিরোধী৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান ক্যাথরিন অ্যাশটনও এই পরিকল্পনার নিন্দা করেছেন৷ জার্মানির কেন্দ্রীয় ইহুদি সংগঠনও ফ্লোরিডার ঐ সংগঠনের সমালোচনায় সোচ্চার হয়েছে৷ নাৎসি জমানায় হিটলারের প্রশাসন যেভাবে প্রথমে বই পুড়িয়ে তারপর ইহুদি নিধন যজ্ঞ শুরু করেছিল, এই ঘটনা সেই ভয়াবহ ইতিহাসকে মনে করিয়ে দেয়, বলেছেন সংগঠনের প্রধান শার্লটে ক্নোবলখ৷ অনেক মার্কিন ধর্মীয় নেতাও মুসলিম বিরোধী এই মনোভাবের সমালোচনা করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ