1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের ছুটিতে দেশজুড়ে দুর্ঘটনায় হত ৫০-এর বেশি

১৯ নভেম্বর ২০১০

সর্বাত্মক আন্দোলনের পথে যাবে বিএনপি৷ উদ্দেশ্য, সরকারের পতন ঘটানো৷ প্রধান বিচারপতির বাড়ির সীমানায় ককটেল বোমা বিস্ফোরণ আর দেশজুড়ে প্রচুর পথ দুর্ঘটনা৷ খবর সংবাদমাধ্যমের৷

https://p.dw.com/p/QDBh
বাংলাদেশ, ঢাকা, দুর্ঘটনা, বিএনপি, আওয়ামী লীগ, ককটেল, বিচারপতি, Bangladesh, Dhaka, Coktail, Bomb, BNP, Awami League, road accident
দুর্ঘটনায় পড়া বাস (ফাইল ছবি)ছবি: AP

সরকারের পতন ঘটাতে সর্বাত্মক আন্দোলনের পথে বিএনপি

বিভিন্ন সংবাদসংস্থার খবর, সরকার পতনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে৷ সাংবাদিকদের বৃহস্পতিবার একথা জানান, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেছেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার পথে নেমেছে৷ সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না৷ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি'র চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন৷ আবারো হরতালের মতো কোনো কর্মসূচি দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত রোডমার্চ, লংমার্চ ও জনসভা করার কথা চিন্তা করা হচ্ছে৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে হরতালও হতে পারে৷ এজন্য শিগগির দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে৷

আওয়ামী লীগের প্রতিক্রিয়া

অপরদিকে, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের সরকার পতনে সর্বাত্মক আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের কোন ধরনের আন্দোলন করেই সরকার পতন সম্ভব নয় বলেই মন্তব্য করেছেন৷ জানিয়েছে সংবাদমাধ্যম শীর্ষ নিউজ৷ বিএনপির সর্বাত্মক আন্দোলনের হুমকির ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে এই দেশে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি৷ মেয়াদ পূর্ণ হওয়ার আগে মহাজোট সরকারের পতন ঘটানো যাবে না৷

প্রধান বিচারপতির বাড়ির সীমানায় দুটি ককটেল বোমা

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ তবে এতে কেউ হতাহত হয়নি৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রমনা থানার ওসি শিবলী নোমানকে উদ্ধৃত করে এই খবর জানায়৷ বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক বিচারপতির বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায়৷ তিনি বলেন, ‘ককটেল বাসভবনের সীমানা দেওয়ালের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়৷' স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঘটনার পর প্রধান বিচারপতির বাসভবনে যান৷ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ ঘটনার পর প্রধান বিচারপতির বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন. রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনে আমি প্রধান বিচারপতির বাসায় এসেছি৷ তাঁর সঙ্গে কথা বলছি৷ কেউ আহত হয়নি৷'

ঈদের ছুটিতে একাধিক পথ দুর্ঘটনা, নিহত ৫০-এর বেশি

ঈদুল আজহা'র ছুটির তিনদিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছে৷ বৃহস্পতিবার পাবনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত ১৭ জন৷ এর মধ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় বাস খাদে পড়ে পাঁচজন এবং কিশোরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷ এছাড়া ভোলা, শেরপুরে দুজন এবং নড়াইল, গাজীপুর ও হবিগঞ্জে একজন করে মারা গেছে৷ বুধবার কুমিল্লা, নরসিংদী, মাগুরা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী ও দিনাজপুরে মারা গেছে ২৪ জন৷ আগেরদিন গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, বগুড়া, বরিশালসহ বিভিন্ন স্থানে অন্তত ১৭ জন মারা গেছে৷ ঈদের ছুটির মধ্যে সড়ক দুর্ঘটনায় সব চেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়৷ শুধু মঙ্গল ও বুধবার এই জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সাগর সরওয়ার