1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের পরেই নতুন কোচ

১১ আগস্ট ২০১৯

জাতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ দিতে তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি৷ মাশরাফি-সাকিবদের দায়িত্ব কে পেতে যাচ্ছেন তা ঠিক হতে পারে কোরবানির ঈদের পরেই৷

https://p.dw.com/p/3NjVv
ছবি: Getty Images/A. Davidson

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস অধ্যায় শেষ হয় গত ৮ জুলাই৷ এরপর থেকেই নতুন কোচ নিয়োগ দিতে পদক্ষেপ নেয় বোর্ড৷

কোচ হতে আগ্রহীদের মধ্যে রাসেল ডমিঙ্গো গত ৭ আগস্ট ঢাকায় গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন৷ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই কোচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাড়ে তিন ঘণ্টা কথা বলার মধ্য দিয়ে স্টিভ রোডসের উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে বিসিবি৷

ডমিঙ্গোর প্রেজেন্টেশন দেখে বিসিবি জানিয়েছে, তারা সন্তুষ্ট৷ তবে সংক্ষিপ্ত তালিকা থেকে আরও দুইজন কোচের সাক্ষাৎকার নেবে তারা৷

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস বলেছন, "কয়েকজন কোচ আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা তাদের সাথে কার্যক্রম শুরু করে দিয়েছি... তারা শিগগির এসে সাক্ষাৎকার দেবেন। তাদের নাম আমরা বলছি না এই মুহূর্তে।”

তবে শ্রীলঙ্কার প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহ বরখাস্ত হচ্ছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের সম্ভাব্য কোচের তালিকায় তার নামটিও আলোচনায় রয়েছে; যদিও এনিয়ে বিসিবির কোনো কর্মকর্তা মুখ খুলেননি

২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে হঠাৎ করে বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে বিদায় নিয়েছিলেন হাথুরুসিংহে। ওই বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পান তিনি৷

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ এবং নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি৷

এই দুইজন আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন৷ ল্যাঙ্গাভেল্ট পূর্ণকালীন কোচের দায়িত্ব পেলেও ভোটোরি এই সময়ের মধ্যে কাজ করবেন ১০০ দিন।

এসআই/ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)