1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইজডেনের টেস্ট দলে তামিম ইকবাল

১৫ এপ্রিল ২০১১

বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে সমালোচনা কম হয়নি৷ নিজ দেশে সর্বশেষ একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবল ধোলাই টাইগাররা৷ এত হারের পরও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের উৎসবের উপলক্ষ্য রয়ে গেছে৷

https://p.dw.com/p/10tnF
এগিয়ে যাচ্ছেন তামিম ইকবালছবি: AP

এই প্রথম বাংলাদেশের কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন উইজডেন টেস্ট একাদশে৷ তাও আবার একেবারে উদ্বোধনী ব্যাটসম্যান! হ্যাঁ বলছি, তামিম ইকবাল এর কথা৷ সেরাদের এই একাদশে ভিরেন্দর শেহবাগ এর সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে রয়েছেন তিনি৷

তামিমের গত বছরের পরিসংখ্যানই বলে দেয়, এই দলে তার উপস্থিতির কারণ৷ ২০১০ সালে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন চট্টগ্রামের এই তারকা৷ ১৪ ইনিংসে তাঁর গড় ছিল ৫৯.৭৮, করেছেন ৮৩৭ রান৷ গেল বছর ৩টি শতক ও ৬টি অর্ধশতকও যোগ হয়েছে তামিমের সংগ্রহের তালিকায়৷ এছাড়া ইংল্যান্ড সফরে লর্ডসে শতক হাঁকান তিনি৷

Flash-Galerie Cricket Weltmeisterschaft 2011
তামিম ইকবাল জায়গা পেয়েছেন উইজডেন টেস্ট দলেছবি: AP

তবে, উইজডেনের এই তালিকায় অস্ট্রেলিয়ার কোন খেলোয়াড়ই জায়গা পাননি৷ বরং ভারতের পাঁচ খেলোয়াড় এই তালিকাকে সমৃদ্ধ করেছেন৷ এদের মধ্যে অন্যতম শচীন টেন্ডুলকার৷ গত বছর টেস্টে ৭৮ দশমিক ১০ গড়ে, তাঁর সংগ্রহ ১৫৬২ রান৷ এর মধ্যে সাতটি রয়েছে শতক৷ ফলে গতবছরের সেরা খেলোয়াড় হিসেবে তাঁর নাম কোন বিস্ময় নয়৷

এই দলে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন দু'জন করে খেলোয়াড়৷ আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দিয়ে দলটি পূর্ণ করা হয়েছে৷

উইজডেন টেস্ট একাদশের খেলোয়াড়রা হচ্ছেন ভিরেন্দর শেহবাগ (ভারত), তামিম ইকবাল (বাংলাদেশ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), শচীন টেন্ডুলকার (ভারত), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ভিভিএস লক্ষ্মণ (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), গ্রায়েম সোয়ান (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), জহির খান (ভারত) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য