1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগান্ডায় নির্বাচন: মুসেভেনিকে বিজয়ী ঘোষণা

১৬ জানুয়ারি ২০২১

উগান্ডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন৷ প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধী নেতা ববি ওয়াইন কারচুপির অভিযোগ এনে নিজেকে বিজয়ী দাবি করেছেন৷

https://p.dw.com/p/3o0oD
Uganda Wahl 2021 | Yoweri Museveni, Präsident
ছবি: Badru Katumba/AFP/Getty Images

নির্বাচন কমিশনের ঘোষিত ফলে মুসেভেনি ৫৮ শতাংশ ভোট পেয়েছেন৷ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ শতাংশ৷ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, টানা ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইওয়েরি মুসেভেনি৷

মুসাভেনি জনগণের প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘কিভাবে বন্দুকের ব্যবহার করতে হয় সেটি আমাদের চেয়ে ভালো কেউ জানে না৷ আমাদের চেয়ে ভাল লড়াই করতে পারে এমন কেউও নেই৷’’

এদিকে ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন ববি ওয়াইন৷ রয়টার্সকে দেয়া মন্তব্যে তিনি এই নির্বাচনকে উগান্ডার ইতিহাসের সবচেয়ে প্রতারণাপূর্ণ হিসেবে অভিহিত করেন৷ দেশটি সামরিক বাহিনী তার বাড়ি ঘিরে রেখেছে এবং তাকে বের হতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন ওয়াইন৷

উগান্ডার জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা৷ প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধী নেতা ববি ওয়াইন টুইটে অভিযোগ করেছেন, তার বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী৷
নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন বিরোধী নেতা ববি ওয়াইন৷ছবি: Sumy Sadruni/AFP/Getty Images

এর আগে নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি এগিয়ে থাকলেও নিজের জয়ের ঘোষণা দিয়েছেন ববি ওয়াইন৷

নির্বাচনী প্রচারণার সময়ই উগান্ডাজুড়ে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিলো৷ নভেম্বরে ববি ওয়াইনকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে তার সমর্থকদের দেশব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু হয়৷ বৃহস্পতিবার নির্বাচনেও উগান্ডার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ৷ নির্বাচনের পর থেকেই রাজধানী কামপালাসহ বিভিন্ন শহরের রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷

রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷
রাস্তায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও৷ছবি: Jerome Delay/AP/dpa/picture alliance

আগেই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিরোধী নেতা ববি ওয়াইন ‘বিজয় চুরি করা হয়েছে' এমন আভাস পাওয়া গেলে সমর্থকদের রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়ে রেখেছেন৷ অন্যদিকে নির্বাচনের ফলের বিরুদ্ধে প্রতিবাদ করলে তা ‘জনগণের সঙ্গে বেইমানি' করা হবে বলে জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন  প্রেসিডেন্ট মুসেভেনি৷

১৯৮৬ সাল থেকে আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় আছেন সাবেক গেরিলা কমান্ডার ইওয়েরি মুসেভেনি৷ ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি৷ অন্যদিকে পপ গায়ক ববি ওয়াইন ২০১৭ সালে প্রথম দেশটির এমপি নির্বাচিত হন৷ উগান্ডার তরুণদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় মুসেভেনিকে নানা সময়ে ‘স্বৈরশাসক' আখ্যা দিয়ে আসছেন ওয়াইন৷

এডিকে/এফএস (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য