1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্রপন্থী তালেবান পাকিস্তানে এক শিখের শিরশ্ছেদ করেছে

২২ ফেব্রুয়ারি ২০১০

পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতীয় অঞ্চলে উগ্রপন্থী তালেবান একজন শিখের শিরশ্ছেদ করেছে৷ আত্মীয়স্বজনরা মুক্তিপণ পরিশোধ না করায় জঙ্গিরা তাকে হত্যা করে বলেএকজন কর্মকর্তা এবং শিখ কমিউনিটির এক সদস্য সোমবার এ কথা বলেন৷

https://p.dw.com/p/M8Hb
তালেবান জঙ্গিদের নৃশংতার চিহ্ন ছড়িয়ে আছে নানা ক্ষেত্রেছবি: Abdul Sabooh

গত জানুয়ারিতে খাইবার জেলার বারা শহরে অপহৃত তিন শিখের মধ্যে নিহত জাসপাল সিং ছিলেন একজন৷ আফগান সীমান্তের উপজাতীয় এলাকা থেকে ফরাসি বার্তা প্রতিষ্ঠান এএফপিকে একজন প্রশাসনিক কর্মকর্তা এ কথা জানান৷ তাঁর মৃতদেহ রবিবার পাওয়া যায় প্রতিবেশী উপজাতীয় জেলা ওরাকজাইতে৷ উগ্রপন্থীরা পরে মৃতদেহটি তাঁর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে৷ কর্মকর্তা এএফপিকে এ কথা বলেন তাঁর নাম প্রকাশ না করার শর্তে৷

পেশোয়ার এ শিখ কমিউনিটির এক ঊর্ধতন সদস্য জাসপাল সিং-এর শিরশ্ছেদের সত্যতা স্বীকার করেন এবং বলেন, অন্য দুই শিখ এখনও আটক রয়েছেন৷ তালেবান কুড়ি ফেব্রুয়ারির মধ্যে পণ পরিশোধের সময়সীমা বেঁধে দেয়৷ ঐ সময়ের মধ্যে পণ পরিশোধ না করায় তারা তাঁকে সেদিনই হত্যা করে৷ তাঁর নিরাপত্তার আশংকায় নাম প্রকাশ না করার শর্তে কমিউনিটির সদস্য এ কথা জানান৷ শিখ এবং হিন্দুরা হল পাকিস্তানের ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠী৷ গত বছর এই গোষ্ঠীর শত শত সদস্য পাকিস্তানের ক্রমবর্ধমান গোলযোগপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চল ছেড়ে চলে যায় তালেবান এবং অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর কাছ থেকে মৃত্যুর হুমকি পাওয়ার পর৷

এদিকে, শিখ ধর্মীয় গোষ্ঠী সোমবার শিরশ্ছেদের ঘটনার নিন্দা জানিয়েছে এবং ভারত সরকারের প্রতি পাকিস্তানে এখনো রয়ে যাওয়া অবশিষ্ট শিখদের নিরাপত্তা নিশ্চিৎ করতে পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে৷ শিরোমানি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির প্রেসিডেন্ট আভতার সিং মাকার ভারতের পাঞ্জাব রাজ্যের রাজধানী চন্ডিগড় এ বলেন, ভারত সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পাকিস্তানের সঙ্গে ব্যাপারটি নিয়ে আলাপ আলোচনা করতে হবে৷ বিরোধী হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এখনও আটক দুই শিখের মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির জন্য৷ পাঞ্জাবের উপ-প্রধানমন্ত্রী সুখবির সিং বাদল এর উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, এ ঘটনায় সরকারের ঘুমিয়ে থাকলে চলবে না৷ শিখদের জীবন রক্ষা করতে হবে৷ কোন গোষ্ঠী এখনও অপহরণ বা হত্যার দায়িত্ব দাবি করে নি৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক