1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্রবাদী হিন্দু গোষ্ঠীগুলোই ভারতের জন্য বড় হুমকি : গান্ধী

১৭ ডিসেম্বর ২০১০

রাহুল গান্ধী – অনেকের মতে তিনিই ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী৷ অথচ শুত্রবার, তাঁকে নিয়ে উইকিলিক্সের একটি তারবার্তা ফাঁস হওয়ার পর, একরকম বিপদেই পড়েছেন সোনিয়া-পুত্র৷

https://p.dw.com/p/Qe93
সোনিয়া-পুত্র রাহুল গান্ধীছবি: UNI

‘মুসলিম জঙ্গি নয়, বরং উগ্র হিন্দু গোষ্ঠীগুলোই ভারতের জন্য বৃহত্তর হুমকি' - উইকিলিক্সের ফাঁস করা বার্তায় এ কথাই বলেছেন রাহুল৷ শুক্রবার এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস'এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য৷

জানা গেছে, ২০০৯ সালের অগাস্ট মাসে মার্কিন কংগ্রেস সদস্য টিমোথি রোয়েমার'কে রাহুল বলেন, ভারতের মধ্যকার বিভিন্ন সন্ত্রাসী হামলায় ‘লস্কর-ই তৈয়বা' নামক জঙ্গিদলের হাত থাকলেও, দেশের জন্য তার চেয়েও বড় হুমকি হচ্ছে উগ্র জাতীয়তাবাদি হিন্দু গোষ্ঠীগুলোর বিস্তার৷ রাহুল গান্ধীর কথায়, গুজরাটের মতো ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারে৷

স্বাভাবিকভাবেই, উইকিলিক্স এ তথ্য ফাঁস করার ফলে, ইন্দিরা ও সোনিয়া গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে চলা রাহুল গান্ধীর ওপর নতুন করে আক্রমণের সুযোগ পেয়ে গেল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি৷ শুধু তাই নয়, গান্ধীর এ মন্তব্যের ফলে চরমপন্থী জঙ্গিদলগুলি এবং পাকিস্তান অনেকটাই পার পেয়ে গেল বলে মনে করছেন বিজেপি নেতা রভি শঙ্কর প্রসাদ৷ তাঁর কথায়, এহেন এক মন্তব্যের ফলে ভারতীয় রাজনীতির গদিতে পাকা হয়ে বসা রাহুলের জন্য যে হাতের নাগালের বাইরে চলে গেল – তা বলাই বাহুল্য৷

উল্লেখ্য, নতুনদিল্লি থেকে ওয়াশিংটনে পাঠানো প্রায় তিন হাজার ৩৮টি তারবার্তা ফাঁস করেছে উইকিলিক্স৷ রাহুলকে নিয়ে টিমোথি'র এ বার্তা তার মধ্যে অন্যতম৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: রিয়াজুল ইসলাম