1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কাইফল

৫ নভেম্বর ২০১২

টানটান উত্তেজনা, সুন্দর লোকেশন, রহস্যময় ভিলেন, সুন্দরী নায়িকা আর শিহরণ জাগানো স্টান্ট - সব মিলিয়ে তৈরি হয় জেমস বন্ডের একেকটি ফিল্ম৷

https://p.dw.com/p/16crK
ছবি: picture alliance/dpa

এভাবে গত ৫০ বছর ধরে নির্মিত হয়েছে ২৩টি ছবি৷ শেষ ছবি ‘স্কাইফল' ইউরোপে মুক্তি পেয়েছে ক'দিন আগে৷ আর উত্তর অ্যামেরিকায় তার প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার৷

তবে স্কাইফলের পাশাপাশি জেমস বন্ডের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে ক্যানাডার টোরোন্টোতে অনুষ্ঠিত হবে একটি বিশেষ প্রদর্শনী৷ যার নাম ‘ডিজাইনিং ০০৭ – ফিফটি ইয়ারস অফ বন্ড স্টাইল'৷ এ বছরের গোড়ার দিকে লন্ডনে প্রদর্শনীটি শুরু হয়৷ টোরোন্টোতে হবে তার দ্বিতীয় শো৷

Filmplakat James Bond Skyfall
বন্দুকের নলের মধ্য দিয়ে জেমস বন্ড: বন্ড ছবির ট্রেডমার্কছবি: 2012 Sony Pictures Releasing

জেমস বন্ড সিরিজের বিভিন্ন ছবিতে ব্যবহৃত বন্ডের স্টাইলিশ গাড়ি; নায়িকা, ভিলেন ও বন্ড সহ অন্যান্য চরিত্রের পরিধেয় পোশাক; ব্যবহৃত অস্ত্র ইত্যাদি দেখানো হবে প্রদর্শনীতে৷

১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান' এর সেই বিখ্যাত গান বা পিস্তল, ১৯৬৪ সালের ‘গোল্ডফিঙ্গার' ছবিতে দেখানো নায়িকার স্বর্ণমোড়ানো দেহ দেখা যাবে প্রদর্শনীতে৷

এছাড়া ‘দ্য স্পাই হু লাভড মি' ছবিতে বন্ডের ব্যবহার করা ‘লোটাস এসপ্রি এস১' স্পোর্টস কার সহ বিভিন্ন ছবিতে বন্ড গার্লের পরা বিকিনি, বল গাউন, ডায়মন্ড ইত্যাদি দেখতে পাবেন দর্শকরা৷

আয়োজকদের একজন জেসি ওয়েন্ট বলছেন, আধুনিক অ্যাকশনধর্মী ছবি কীভাবে বানাতে হয় তা দেখিয়ে দিয়েছে বন্ডের ছবিগুলো৷

জেডএইচ/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য