1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় আন্তর্জাতিক সম্মেলন

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)১৭ জানুয়ারি ২০১৮

সম্প্রতি উত্তর কোরিয়া তর্জনগর্জন কমিয়ে সুর নরম করা সত্ত্বেও সে দেশের সঙ্গে বাকি বিশ্বের যুদ্ধের আশঙ্কা কমেনি বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন৷ জাপান ও দক্ষিণ কোরিয়াও সে বিষয়ে একমত৷

https://p.dw.com/p/2qxg2
ভ্যাংকুভারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
ছবি: Reuters/B.Nelms

উত্তর কোরিয়া সংকট সম্পর্কে আলোচনা করতে ক্যানাডার ভ্যাংকুভার শহরে ২০টি দেশের এক বৈঠক আয়োজন করা হয়েছিল৷ ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপের যুদ্ধে জাতিসংঘের কমান্ডে যেসব দেশ সক্রিয় ছিল, তাদের এই আমন্ত্রণ জানানো হয়েছিল৷ সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত ও সুইডেনের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দিয়েছেন৷ আমন্ত্রণ সত্ত্বেও চীন ও রাশিয়া কোনো প্রতিনিধি পাঠায়নি৷ এই বৈঠকের নিন্দা করে এই দুই দেশ বলেছে, এর ফলে হিতে বিপরীত হবে৷

টিলারসন উত্তর কোরিয়া সম্পর্কে ট্রাম্প প্রশাসনের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন৷ তাঁর মতে,পিয়ং ইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির পথে চলেছে৷ আন্তর্জাতিক সমাজের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করছে না সে দেশ৷ এই অবস্থায় তারা নিজেরাই কিছু ঘটিয়ে ফেলতে পারে৷ টিলারসন বলেন, উত্তর কোরিয়াকে বুঝতে হবে যে, বর্তমান সংকটের সামরিক সমাধান তাদের জন্য ভালো ফল বয়ে আনবে না৷ তবে তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সংকটের কূটনৈতিক সমাধানসূত্রে আগ্রহী৷

ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়াকে সতর্ক করে দিতে সে দেশের পরমাণু স্থাপনার উপর আগাম হামলা চালাতে পারে, সংবাদ মাধ্যমের একাংশে এমন প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেননি টিলারসন৷ ট্রাম্প গোপনে সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর সঙ্গে কথা বলেছেন কিনা, সে বিষয়েও নীরব ছিলেন তিনি৷

আয়োজক দেশ ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, অংশগ্রহণকারী দেশগুলি উত্তর কোরিয়ার উপরজাতিসংঘের নিষেধাজ্ঞা কড়া হাতে কার্যকর করার বিষয়ে একমত৷ সে দেশ যাতে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে দিকেও কড়া নজর রাখতে চায় তারা৷ সেই সঙ্গে মারণাস্ত্র কর্মসূচির জন্য অর্থের জোগান বন্ধ করার পথ খুঁজছে এই সব দেশ৷

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাকি বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেন, বর্তমানে উত্তর কোরিয়া সুর নরম করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার যে পদক্ষেপ নিচ্ছে, তাতে মুগ্ধ হলে চলবে না৷ তাঁর মতে, উত্তর কোরিয়ার উপর চাপ কমানোর সময় আসেনি৷ দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে বক্তব্য রাখেন৷