1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর ভারতে জাঠ আন্দোলন অব্যাহত

২৪ মার্চ ২০১১

উত্তর ভারতে জাঠ সম্প্রদায়ের আন্দোলনের জের ধরে রেল ও সড়কপথ অবরোধের কারণে দিল্লি ও সংলগ্ন এলাকায় অত্যাবশ্যক পণ্যের সরবরাহ ব্যাহত৷ রেল ও সড়কপথ অবিলম্বে মুক্ত করতে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট৷

https://p.dw.com/p/10gph
জাঠ আন্দোলন চলছেছবি: UNI

গত তিন সপ্তাহ ধরে উত্তর ভারতে, বিশেষ করে হরিয়ানায় রেল ও সড়ক অবরোধ করে জাঠ সম্প্রদায়ের লাগাতার আন্দোলনে রাজধানী দিল্লি ও তার লাগোয়া রাজ্যে জল, দুধ, পেট্রোপণ্যসহ অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহ বিপর্যস্ত৷ গত তিন সপ্তাহে প্রায় এক হাজার ট্রেন বাতিল করতে হয়, প্রায় ৪০০ ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেয়া হয় বা সংক্ষিপ্ত করতে হয়৷ এতে রেলের লোকসান ২০০ কোটি টাকার মত৷ কয়লার অভাবে বন্ধ করে দেয়া হয় হরিয়ানার তাপবিদ্যুৎ কেন্দ্র৷ মথুরা ও পানিপথ তেল শোধনাগার থেকে পেট্রোপণ্য বাইরে পাঠানো সম্ভব হচ্ছেনা৷

এর প্রেক্ষিতে দিল্লি জলবোর্ড এবং ইন্ডিয়ান অয়েল কোম্পানি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে অবিলম্বে রেল ও সড়ক অবরোধ মুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের দুই বিচারকের ডিভিশন বেঞ্চ আজ হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থান সরকার প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা নেবার আদেশ দেন, যাতে দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহ অবাধ থাকে৷ অনুরূপ রায় দেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট৷ আদালতের রায়ে বলা হয়, আন্দোলনের অন্য পথ আছে, জনসাধারণের জীবনযাত্রা বিপর্যস্ত করে নয়৷ জাঠ আন্দোলনের প্রতি প্রচ্ছন্ন সমর্থন থাকায় আদালত হরিয়ানা ও উত্তরপ্রদেশ সরকারকে তিরস্কার করতে ছাড়েননি৷

কেন এই আন্দোলন? জাঠ সম্প্রদায়ের দাবি অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত করে সরকারি চাকরিতে তাদের জন্য সংরক্ষণ৷ তাদের দাবি পূরণ না হওয়া অবধি এই আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন হরিয়ানার নিখিল ভারত জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির রাজ্য সভাপতি হাওয়া সিং সাঙ্গওয়ান৷ তাঁর মতে, তাদের দাবি ন্যায্য৷ কাজেই তা মেনে নিতে সরকারের অসুবিধা হবার কথা নয়৷ দাবি মানার জন্য সংগঠন সরকারকে ২৮শে মার্চ পর্যন্ত চূড়ান্ত সময় দিয়েছে৷ এই সংগঠনই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে৷

চন্ডিগড়ের কাছে আমরণ অনশনে ৬২ বছর বয়সী একজন আন্দোলনকারীর মৃত্যু হয় আজ৷ এর ফলে আন্দোলন আরো তীব্র হতে পারে বলে প্রশাসনের আশঙ্কা৷ উল্লেখ্য, উত্তর ভারতে জাঠ জনজাতির লোকসংখ্যা প্রায় তিন কোটি৷ এরা কৃষিজীবী হলেও যোদ্ধা জাতি হিসেবে এদের খ্যাতি রয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন