1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্ভিদ জগতেও রেকর্ডের অভাব নেই

১০ ডিসেম্বর ২০১৯

ব্লু হোয়েল প্রজাতির তিমি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী হিসেবে পরিচিত৷ উদ্ভিদ জগতের এমন বেশ কিছু দৃষ্টান্ত মানুষের বিস্ময়ের কারণ৷ বৃদ্ধির হার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বয়সের বিচারে কিছু গাছপালা আশ্চর্য মাত্রা ছুঁয়েছে৷

https://p.dw.com/p/3UWRT
Frühling in Europa
ছবি: picture-alliance/dpa/M. Gumm

সব উদ্ভিদেরই আলোর চাহিদা রয়েছে৷ তবে চীন ও জাপানের বিশেষ প্রজাতির এক বাঁশঝাড়ের মতো এমন তাড়া বোধহয় অন্য কোনো উদ্ভিদের থাকে না৷ দিনে এক দশমিক দুই এক মিটার বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছে৷ চারাগাছ থেকে ২৫ মিটার উচ্চতা ছুঁতে এই গাছের প্রায় তিন সপ্তাহ সময় লাগে৷ ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার মতো ঘটনা৷

বর্তমানে সবচেয়ে বড় গাছ হলো বিশালাকার ‘হাইপেরিয়ন'৷ এটির জন্য গ্রিক কিংবদন্তির আলোর টাইটানের নাম বেছে নেওয়া হয়েছে৷ ১১৫ মিটার উঁচু এই গাছ এমনকি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বড়!

প্রস্থের বিচারে সবচেয়ে বড় গাছটি মেক্সিকোয় দেখতে পাওয়া যায়৷ বেশ পরিণত এক মেক্সিকান বল্ড সাইপ্রেস গাছের আয়তন সত্যি বিস্ময়কর৷ অর্থাৎ ব্যাস ১৪ মিটার, ব্যাপ্তি প্রায় ৪৬ মিটার এবং উচ্চতা ৪০ মিটার৷

টাইটান অ্যারাম ফুলের নাম সত্যি সার্থক৷ এক একটি ফুল তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে৷ বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি৷ শুধু আকার-আয়তন নয়, দুর্গন্ধের কারণে এই ফুলের কাছে যাওয়া যায় না৷

কিছু উদ্ভিদ আবার শুধু মাটির নীচেই আশ্চর্য কেরামতি দেখায়৷ যেমন রাই৷ মাটির উপরে সামান্য অংশ বেরিয়ে থাকলেও এই উদ্ভিদের শিকড় ৮০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে৷

তবে মাটির গভীরে ছড়িয়ে পড়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার এক ডুমুর গাছ ধরে রেখেছে৷ সেটির একটি শিকড় কয়েক দশক ধরে মাটির প্রায় ১২০ মিটার গভীরে পৌঁছে গেছে৷ সেই স্তরেই পানির সন্ধান মিলেছে৷

বাইবেলের চরিত্র হিসেবে মেথুসেলা নাকি ৯৬৯ বছর বেঁচে ছিলেন৷ কিন্তু বাস্তবে উদ্ভিদ এমন কৃতিত্বকেও অনেক খাটো করে তুলতে পারে৷ অ্যামেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের এক পাইন গাছের বয়স ৪,৮০০-রও বেশি৷ সেটির নামও মেথুসেলা রাখা হয়েছে৷

ডিটার এঙেলমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য