1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উনের সঙ্গে দেখা করতে চান মুন, যদি...

১০ জানুয়ারি ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করার আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন৷ তবে শুধু বৈঠকের খাতিরে আলোচনা করতে রাজি নন তিনি৷

https://p.dw.com/p/2qczB
Südkorea PK Moon Jae-in
ছবি: Reuters/Jung Yeon-Je

‘‘কিন্তু এটা শুধু কথা বলার জন্য আলোচনা হতে পারে না,'' বুধবার সাংবাদিকদের বলেন তিনি৷ মুন জানান, ‘যে কোনো সময়' এই আলোচনা হতে পারে, যদি তা হয়, ‘সঠিক পরিবেশে'৷

দুই বছরেরও বেশি সময় পর মঙ্গলবার দুই কোরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়৷ ‘‘এটা কেবল শুরু,'' ঐ আলোচনা সম্পর্কে বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট৷ ‘‘গতকালেরটি ছিল প্রথম ধাপ এবং আমার মনে হয় শুরুটা ভালো হয়েছে,'' মঙ্গলবারের আলোচনা সম্পর্কে বলেন মুন জে-ইন৷

তবে আলোচনার পরের ধাপ সম্পর্কে তিনি বলেন, ‘‘উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার প্রক্রিয়ায় নিয়ে আসাটা পরবর্তী ধাপ হিসেবে নিতে হবে৷''

দুই কোরিয়ার মধ্যে আলোচনা শুরু হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট৷ ‘‘আমি মনে করি, আন্তঃকোরীয় আলোচনা শুরু হওয়ার পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ভূমিকা আছে,'' বলেন তিনি৷

প্রেসিডেন্ট ট্রাম্পও এই আলোচনা শুরুর পেছনে নিজের কৃতিত্ব দাবি করেছেন৷ ‘‘আমি যদি জড়িত না থাকতাম, তারা অলিম্পিক নিয়ে এখন কথা বলত না, তারা কোনো আলোচনায় বসত না,'' বলেন তিনি৷

দুই কোরিয়ার মধ্যে মঙ্গলবারের আলোচনায় উত্তর কোরিয়া আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে৷ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর নতুন বছরের বক্তব্যে প্রথম এই আগ্রহের কথা জানিয়েছিলেন৷

তবে আলোচনার সময় উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো অঙ্গীকার করেনি৷ এ ব্যাপারে উত্তর কোরিয়ার প্রধান আলোচক রি সন-গিওন দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের সব নিউক্লিয়ার ও হাইড্রোজেন বোমা এবং আইসিবিএম-সহ অন্যান্য অস্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্র, ‘ভাতৃপ্রতিম' দেশ দক্ষিণ কোরিয়া, রাশিয়া কিংবা চীন নয়৷'' এজন্য বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছে উত্তর কোরিয়া৷

এদিকে, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার উদ্যোগে আগামী ১৬ তারিখ ভ্যানকুভারে উত্তর কোরিয়া নিয়ে প্রায় ২০ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ তবে চীন তাতে অংশ নেবেনা বলে জানিয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)